নয়া দিল্লি: উমার বিদায়। আবারও এক বছরের অপেক্ষা। দিল্লির বুকেও যেন এক টুকরো বাংলা উঠে এসেছিল TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ার হাত ধরে। গত ৯ অক্টোবর থেকে চলছে উৎসব-আনন্দ। আজ, ১৩ অক্টোবর এই অনুষ্ঠানের শেষ দিন। সকাল থেকেই চলছে দেবীর বরণ ও সিঁদুর খেলা। ৫ দিন ধরে চলা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সেলিব্রেটিরাও।
TV9-র ফেস্টিভাল অব ইন্ডিয়ার আজ শেষদিনে, সকাল ৯টা থেকে পুজো শুরু হয়েছে। আজকের সবথেকে বড় আকর্ষণ হল দেবী-বরণ ও সিঁদুর খেলা। দিনভর একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। দিল্লি ও এনসিআর থেকে বিপুল সংখ্যক মানুষ হাজির হয়েছেন এই অনুষ্ঠানে অংশ নিতে।
ফেস্টিভাল অব ইন্ডিয়ায় এসে দেবী দুর্গার আশির্বাদ নেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। এছাড়াও এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং, কংগ্রেস নেতা পবন খেড়া, বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি প্রমুখ।
শনিবার, TV9 ফেস্টিভাল অব ইন্ডিয়ার প্রধান আকর্ষণ ছিল গরবা। বলিউডের গানের তালে বহু মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন। শুধু তো সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, ফেস্টিভাল অব ইন্ডিয়ায় দেশ-বিদেশের ২৫০টিরও বেশি স্টল বসেছে, যেখানে হরেক রকম পণ্য পাওয়া যাচ্ছে। আফগানিস্তানের ড্রাই ফ্রুটস থেকে শুরু করে ইরানের কেশর বা থাইল্যান্ডের নানা জিনিসপত্র যেমন পাওয়া যাচ্ছে, তেমনই বিহারের বিখ্যাত লিট্টি-চোখা থেকে রাজস্থানি, পাঞ্জাবি খাবার, লখনউ কাবাব, দিল্লির বিখ্যাত চাটের স্টলও বসেছে।