Festival of India: TV9 ফেস্টিভালে চাঁদের হাট! মন্ত্রী সহ বিশিষ্ট অতিথিদের সমাগম দুর্গা পুজোয়
Festival of India: পাঁচদিনের জমজমাট অনুষ্ঠান চলছে দিল্লির ধ্যানচাঁদ স্টেডিয়ামে। একে একে হাজির হচ্ছেন বিশিষ্ট অতিথিরা। রয়েছে একাধিক পণ্যের সম্ভার।
নয়া দিল্লি: দুর্গা পূজা উপলক্ষে TV9 নেটওয়ার্কের ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া-র অনুষ্ঠান চলছে পুরোদমে। গত বছরের মতো এ বছরও দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে করা হয়েছে বর্ণাঢ্য আয়োজন। পাঁচ দিনব্যাপী এই উৎসবের তৃতীয় দিন ছিল শুক্রবার। শিল্প, সংস্কৃতি, রাজনীতির মতো বিভিন্ন ক্ষেত্রের অতিথিদের সমাগম হয়েছে সেই অনুষ্ঠানে।
দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, বিজেপি নেতা তরুণ চুঘ।
খাবার সহ বিনোদনের সম্ভার রয়েছে সেই পুজোয়। প্রথম দুদিনের মতো তৃতীয় দিনেও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ডান্ডিয়া, গরবার পাশাপাশি ঢাক ও ধুনুচি নাচের প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ২৫০-টিরও বেশি স্টল রাখা হয়েছে। নবরাত্রি উপলক্ষে বিশেষভাবে শুরু হওয়া উৎসবে বিভিন্ন দেশ থেকে স্টল সাজানো হয়েছে। উৎসবে আন্তর্জাতিক পর্যায়ের প্রদর্শনীর পাশাপাশি সুস্বাদু খাবারের অনেক স্টল বসানো হয়েছে।
উৎসবে শুধু বলিউডের গান নয়, সুফি সঙ্গীত ও লোকসঙ্গীত শোনারও সুযোগ রয়েছে। TV9 নেটওয়ার্ক দ্বারা আয়োজিত এই উৎসব চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।