অঞ্জু নির্ভানা:
বাঙালির সবথেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর এই চারটে দিন উৎসবে, আনন্দ উৎসবে মেতে থাকে আপামর জনতা। উৎসবের দিনেও যারা এই সময় বাড়ি ফিরতে পারেন না, তাদের মন ভাল করার জন্যই TV9 আয়োজন করেছে ফেস্টিভাল অব ইন্ডিয়া-র। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলা এই অনুষ্ঠানে একদিকে যেমন জাঁক-জমক করে দেবী দুর্গার আরাধনা হচ্ছে, তেমনই আয়োজন করা হয়েছে বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের। কেনাকাটার জন্য বসেছে ২৫০টিরও বেশি স্টল, যেখানে দেশ-বিদেশের হরেক সামগ্রীর পসরা সাজানো রয়েছে।
টিভি ৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়ায় অনেক ধরনের স্টল রয়েছে, তবে এর মধ্যে কিছু এমন স্টল রয়েছে যা সকলকে আকৃষ্ট করবে। উৎসব উপলক্ষে ঘর সাজানোর জন্য বিশেষ ধরনের হোম ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে, যা এসেছে সুদূর কাবুল, আফগানিস্তান থেকে। পাথরের তৈরি নানান জিনিস রয়েছে, যা একবার দেখলেই পছন্দ হয়ে যাবে।
এখানে রয়েছে ইরানের স্টল, যেখানে পাওয়া যাচ্ছে জাফরান। কাশ্মীর সহ চারটি দেশের জাফরানই বিশ্বজুড়ে জনপ্রিয়। এরমধ্যে ইরানের জাফরানও গোটা বিশ্বে জনপ্রিয়। টিভি ৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়ায় আসলে আপনিও ইরানি জাফরান কেনার সুযোগ পাবেন।
ভারত ও আফগানিস্তানের নিবিড় সম্পর্ক রয়েছে। টিভি ৯ ফেস্টিভাল অব ইন্ডিয়ায় বসেছে আফগানিস্তানের স্টলও, যেখানে হরেক রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে। আফগানিস্তানের এই ড্রাই ফ্রুটসের গুণমান ও স্বাদের জন্য সারা বিশ্বে ব্যাপক চাহিদা রয়েছে। ভারত, মধ্য় প্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকায় আফগানিস্তান থেকেই রফতানি হয় ড্রাই ফ্রুটস।
এই উৎসবে মিলেটের স্ন্যাকসের জন্যও একটি আলাদা স্টল রয়েছে। সুস্বাস্থ্য ও পুষ্টির জন্য বাজরার গুণাগুণ অনেক। যারা স্বাস্থ্য সচেতন, কিন্তু পুজোয় একটু ভাল-মন্দ খেতে চান, তাদের জন্য সেরা ঠিকানা এই বাজরার স্ন্যাকসের স্টল।
টিভি ৯ ফেস্টিভাল অব ইন্ডিয়ায় মা দুর্গার আরাধনার জন্য দিল্লির সর্বোচ্চ প্যান্ডেল বানানো হয়েছে। উৎসবে আগত অতিথিদের মনোরঞ্জনের জন্যনানা বর্ণাঢ্য অনুষ্ঠান ও ডান্ডিয়া নৃত্যেরও আয়োজন করা হয়েছে।