News9 Global Summit: ‘দ্বিগুণ হয়েছে বাণিজ্য…’, ভারত-আরব আমিরশাহির সম্পর্কের উষ্ণতা নিয়ে প্রত্যয়ী টিভি৯ নেটওয়ার্কের MD-CEO বরুণ দাস
News9 Global Summit: বরুণ দাস এদিন আরও বলেন, 'আমিরশাহি শুধু একটা দেশ নয়, বরং বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান। এই ভূখণ্ড যেমন নিরাপদ, তেমনই বিশ্বব্যাপী বাণিজ্যে অগ্রণী ভূমিকা গ্রহণকারী হয়ে উদ্ভাবন ও অভিনব সংস্কৃতির মেলবন্ধনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

দুবাই: আন্তর্জাতিক মঞ্চে টিভি৯ নেটওয়ার্ক। ভারতের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক টিভি৯-এর আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সংস্করণ আয়োজিত হচ্ছে আরব আমিরশাহির দুবাই শহরে। বৃহস্পতিবার সেই শীর্ষ সম্মেলন থেকেই নেটওয়ার্কের এমডি-সিইও বরুণ দাস বার্তা দিলেন ভারত-আরবের মেলবন্ধনের প্রসঙ্গে।
গতিশীল দৃষ্টির প্রতীক দুবাই ও আরব আমিরশাহি, এই ভাষাতেই দেশটিকে প্রশংসা করতে শোনা যায় বরুণ দাসকে। TV9 নেটওয়ার্কের এম.ডি তথা সি.ই.ও-র কথায়, ‘আমি যখনই দুবাই ও আরব আমিরশাহিতে সফরে আসি, আমার মনে হয় এই শহর এবং দেশটি একটি গতিশীল দৃষ্টির অংশ। হাজার প্রতিকূলতা পেরিয়ে এমন একটা প্রগতিশীল ও আধুনিক দেশ তৈরি করা প্রশংসনীয়। দেশটির ঔজ্জ্বল্য বিশ্বের আর সকল দেশকে তাক লাগিয়ে দেয়।’
বরুণ দাস এদিন আরও বলেন, ‘আমিরশাহি শুধু একটা দেশ নয়, বরং বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান। এই ভূখণ্ড যেমন নিরাপদ, তেমনই বিশ্বব্যাপী বাণিজ্যে অগ্রণী ভূমিকা গ্রহণকারী হয়ে উদ্ভাবন ও অভিনব সংস্কৃতির মেলবন্ধনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই পরিবর্তন যে কেবল বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফাই সম্ভব করেছে তা কিন্তু নয়। বরং এখানকার অন্যান্য ব্যবসা, দুবাইয়ের শপিং মল, আবু ধাবীর স্বামীনারায়ণ মন্দির-সহ একাধিক প্রতিষ্ঠান আসলে অন্যান্যদের প্রতি এই দেশের ভালবাসার প্রতীক।’
এদিনের বক্তৃতায় বরুণ দাসের কথায় উঠে আসে ভারত-আরব আমিরশাহির মেলবন্ধনের কথাও। তিনি বলেন, ‘২০১৫ সালে প্রধানমন্ত্রী হওয়া পরেই আরব সফরে এসেছিলেন মোদী। এই সফর ছিল অত্যাধিক তাৎপর্যপূর্ণ। কারণ, ৩৪ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী সেই প্রথম এই দেশে পা রেখেছিলেন। এর আগে আরব আমিরশাহির সঙ্গে ভারতের সম্পর্ক তেমন কৌশলী না হলেও, গত ১০ বছরে ভারতের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছে এই দেশ। সম্পর্কের এই উষ্ণতা দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ হয়ে যাওয়ার মধ্যে দিয়েই (৮৩০ কোটি মার্কিন ডলার) অনুভব করা যায়। এই সংখ্যা ২০৩০ সালের মধ্যে ছুঁয়ে ফেলবে হাজার কোটি মার্কিন ডলারের গন্ডি।’
বরুণ দাসের আরও সংযোজন, ‘গত সপ্তাহেই আমি আবু ধাবীর স্বামীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার পূজ্য ব্রহ্মবিহারী স্বামীজির সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে। আজ এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন তিনিও। জানাবেন ওই মন্দির নির্মাণের কথা, যাকে আমি এই বিশ্বের অষ্টম আশ্চর্য মনে করি।’
সব শেষে শান্তি ও সম্প্রতির বার্তা দিলেন তিনি। বললেন, ‘এই শান্তি ও সম্প্রতির বিনিময়ে কখনওই অগ্রগতি অর্জন করা উচিত নয়। বরং, মানবসভ্যতার অবিচ্ছেদ্য অংশ রূপেই সম্প্রীতি ও শান্তিকে গ্রহণ করা উচিত। ভারত ও আরব আমিরশাহি সম্পর্ক থেকে কার কতটা লাভ হল, এটা গুরুত্ব দেওয়ার বিষয় নয়। বরং এই বিশ্ব কী পেল, সেটাই গুরুত্বপূর্ণ। এমনকি, আজকের শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য সেটাই।’

