Minor Abuse: ১৪ বছরের ভাইজিকে গণধর্ষণের অভিযোগ কাকা ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে
অভিযুক্ত কাকা ওই নাবালিকাকে বলেছিলেন, তাঁর সঙ্গে ঘুরতে গেলে টাকা দেবেন, অনেক খাবার খাওয়াবেন। কাকার এই প্রস্তাবে রাজি হয়েছিল ওই কিশোরী। এর পর অভিযুক্ত কাকা কিশোরীকে নিয়ে যান নির্জন স্থানে। সেখানেই অভিযুক্ত কাকা এবং তাঁর দুই বন্ধু, মোট তিন জন মিলে গণধর্ষণ করেন বলে অভিযোগ।

বিজোনৌর: ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্য এক জন ওই কিশোরীর কাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ধামপুর থানা এলাকায়। বৃহস্পতিবার ঘটনার কথা জানিয়েছে পুলিশ। ওই থানার স্টেশন হাউস অফিসার জানিয়েছেন, অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এসসিএসটি আইন এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। সে যখন স্কুলে যাচ্ছিল তখন তাকে প্রলোভন দেখায় তার কাকা। অভিযুক্ত কাকা ওই নাবালিকাকে বলেছিলেন, তাঁর সঙ্গে ঘুরতে গেলে টাকা দেবেন, অনেক খাবার খাওয়াবেন। কাকার এই প্রস্তাবে রাজি হয়েছিল ওই কিশোরী। এর পর অভিযুক্ত কাকা কিশোরীকে নিয়ে যান নির্জন স্থানে। সেখানেই অভিযুক্ত কাকা এবং তাঁর দুই বন্ধু, মোট তিন জন মিলে গণধর্ষণ করেন বলে অভিযোগ।
বাড়ি এসে পরিবারের লোকেদের গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতা নাবালিকা। এর পর তার মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষার পাশাপাশি তার বয়ান নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা দায়েরের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এবং অভিযুক্তদেরও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে।
