Amit Shah meeting: ভার্চুয়ালি ‘মুখোমুখি’ মমতা-শাহ, সঙ্গে আরও মুখ্যমন্ত্রী, এরপর কী সিদ্ধান্ত হতে চলেছে?
Amit Shah meeting: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। নিকেশ করা হয়েছে শতাধিক জঙ্গিকে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, শুধু জঙ্গিঘাঁটি লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে।

নয়াদিল্লি: ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-র পর সীমান্ত সুরক্ষা নিয়ে আরও তৎপর কেন্দ্র। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর সীমান্তবর্তী একাধিক রাজ্যের সঙ্গে বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি এই বৈঠকে সীমান্তবর্তী রাজ্যগুলির ডিজিপি-রা ছিলেন।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। নিকেশ করা হয়েছে শতাধিক জঙ্গিকে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, শুধু জঙ্গিঘাঁটি লক্ষ্য করেই আঘাত হানা হয়েছে। পাকিস্তান সেনার পরিকাঠামোয় কোনও আঘাত হানা হয়নি। তবে ভারতীয় সেনার অভিযানের পরই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান।
এই পরিস্থিতিতে এদিন সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং মুখ্যসচিবদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন অমিত শাহ। জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ- এই ৯টি রাজ্যের মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি অংশ নেন। লাদাখের উপরাজ্যপাল এবং জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল ভার্চুয়ালি বৈঠকে ছিলেন। সীমান্ত সুরক্ষা নিয়ে ভার্চুয়ালি এই বৈঠকে আলোচনা হয়। ভারতীয় সেনার এই প্রত্যাঘাতের পর পাকিস্তান কী পদক্ষেপ করবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে অমিত শাহর বৈঠকের পর কেন্দ্র কী পদক্ষেপ করে, সেটাই দেখার।
এর আগে অপারেশন সিঁদুর নিয়ে ভারতীয় সেনার উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন শাহ। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “পহেলগাঁওয়ে আমাদের নিরীহ ভাইদের হত্যার জবাব হল ভারতের অপারেশন সিঁদুর। ভারত ও দেশের নাগরিকদের উপর যেকোনও হামলার উপযুক্ত জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ মোদী সরকার। সন্ত্রাসবাদকে তার মূল থেকে উপড়ে ফেলতে বদ্ধপরিকর ভারত।”

