Amit Shah: ‘বেছে বেছে জবাব দেওয়া হবে…’, ‘ফাইনাল’ হুঁশিয়ারি দিয়েই দিলেন অমিত শাহ
Amit Shah on J&K Terror Attack: কার্যত হুঙ্কার দিয়ে অমিত শাহ বলেন, "পহেলগাঁওয়ে যারা জঙ্গি হামলা চালিয়েছে, তাদের কাউকে রেয়াত করা হবে না। আমরা এক একজনকে খুঁজে বের করব।"

নয়া দিল্লি: পহেলগাঁওয়ে ২৬ হিন্দু পর্যটকের হত্যার বদলা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুঙ্কার, “প্রত্যেক জঙ্গিকে বেছে বেছে খুঁজে বের করা হবে”।
বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানেই জম্মু-কাশ্মীরের জঙ্গি হামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে বললেন যে খারাপ কিছুই হয়নি এখনও, তাদের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে।
কার্যত হুঙ্কার দিয়ে অমিত শাহ বলেন, “পহেলগাঁওয়ে যারা জঙ্গি হামলা চালিয়েছে, তাদের কাউকে রেয়াত করা হবে না। আমরা এক একজনকে খুঁজে বের করব। ভেবো না তোমরা ২৬ জনকে মেরে জিতে গিয়েছো, তোমাদের প্রত্যেককে এর জবাব দিতে হবে।”
তিনি আরও বলেন, “প্রত্যেক ব্যক্তি উত্তর পাবেন, প্রত্যেককে জবাবও দেওয়া হবে…এটা নরেন্দ্র মোদীর সরকার, কাউকে ছাড়া হবে না। দেশের প্রতিটি কোণ থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলা আমাদের শপথ, আর এতে আমরা সফল হবই।”
জঙ্গিহানায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিটের নিরবতাও পালন করা হয় অনুষ্ঠানে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা হয়। বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়। জঙ্গি হামলায় মিলেছে পাকিস্তানি যোগ। ওই ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ভারত সরকার। সীমান্তে মোতায়েন রয়েছে সেনা। পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে। বন্ধ ভিসাও। পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলা হয়েছে।

