Eastern Zonal Council Meeting: ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক শাহের মুখোমুখি নীতীশ, মমতার হয়ে হাজিরা চন্দ্রিমার

Amit Shah: পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাকে নিয়ে তৈরি ইস্টার্ন জোনাল কাউন্সিল। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনের প্রতি বছর আন্তঃরাজ্য বৈঠক হয়। এবার বৈঠকের দায়িত্বে রয়েছে বিহার সরকার। সূত্রের খবর, রবিবারের এই বৈঠকে বিভিন্ন মিলেট শস্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, পরিকাঠামো তৈরি ও উন্নয়ন এবং রাজ্যগুলির মধ্যে জল ভাগাভাগি নিয়ে আলোচনা হবে। 

Eastern Zonal Council Meeting: ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক শাহের মুখোমুখি নীতীশ, মমতার হয়ে হাজিরা চন্দ্রিমার
ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 11:39 AM

কলকাতা: রবিবারে বসছে ২৬তম ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক (Eastern Zonal Council Meeting)। এই বৈঠকের সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিহারেই এই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও (Nitish Kumar)। এনডিএ (NDA) জোট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এই প্রথম ভাইস-চেয়ারম্যান হিসাবে ইস্টার্ন জোনাল কাউন্সিলে যোগ দেবেন নীতীশ। আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee)। তিনি বৈঠকে যেতে না পারলেও, রাজ্যের প্রতিনিধিত্ব করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এদিন সকালেই তিনি পটনার উদ্দেশে রওনা দেন।

পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাকে নিয়ে তৈরি ইস্টার্ন জোনাল কাউন্সিল। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনের প্রতি বছর আন্তঃরাজ্য বৈঠক হয়। এবার বৈঠকের দায়িত্বে রয়েছে বিহার সরকার। কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গিয়েছে, রবিবারের এই বৈঠকে বিভিন্ন মিলেট শস্যের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, পরিকাঠামো তৈরি ও উন্নয়ন এবং রাজ্যগুলির মধ্যে জল ভাগাভাগি নিয়ে আলোচনা হবে।

এদিন সকালে ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে রাজ্যের প্রতিনিধি হিসেবে যোগ দিতে পটনার উদ্দেশ্যে রওনা দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি এই বৈঠক থেকে রাজ্যের কোন প্রাপ্তি হবে কি না, সে প্রসঙ্গে বলেন, “ইস্টার্ন জোনাল কাউন্সিলের মধ্যে যে রাজ্যগুলি রয়েছে, তাদের সকলে মিলিত উদ্যোগে নিজেদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে আমরা সেচ থেকে শুরু করে স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হবে।”

বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সমর্থন করায় বিএসপি সাংসদ দানিশ আলিকে দল থেকে বহিষ্কার করা প্রসঙ্গে তিনি বলেন, “এই বিষয়ে আমি জানি না। ওই দলের নেত্রী কী কারণে সাসপেন্ড করেছেন, জানি না। এটা ওদের দলের বিষয়। আমি দেখেছি যে সাংসদ নিজেই তাঁর উত্তর দিয়েছে।”