Dharmendra Pradhan: গোটা বিশ্বে মাইলফলক হয়ে থাকবে মহিলা সংরক্ষণ বিল: ধর্মেন্দ্র প্রধান
Women's reservation bill: সংসদের বিশেষ অধিবেশনে গত বুধবার সরকার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করে এবং প্রায় সর্ব্বসম্মতিতে বিলটি পাশ হয়। তারপর বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয় এই বিল। এই বিলে সমর্থন জানানোয় সমস্ত রাজনৈতিক দল ও সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়া দিল্লি: সংসদের বিশেষ অধিবেশনে পাশ হয়েছে ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল (Women’s reservation bill)। এটা গোটা দেশের কৃতিত্ব এবং এই বিল একটা ‘মাইলস্টোন’ হয়ে থাকবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। মহিলা সংরক্ষণ বিল কেবল ভারতে নয়, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের কাছেও একটা নজির হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন তিনি (Dharmendra Pradhan)।
মহিলা সংরক্ষণ বিলকে নারী শক্তি বন্দন অধিনিয়ম বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই বিল সংসদে পাশ হওয়ার কৃতিত্ব সমগ্র দেশকে দিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। টুইটারে তিনি লেখেন, “এটা সমগ্র দেশের কৃতিত্ব। এটা কারও বিশেষ অবদান নেওয়ার বিষয় নয়। এটি হল সমাজের চাহিদা বোঝার বিষয়। এটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়। একবিংশ শতকে বিশ্বের মধ্যে একটা মাইলস্টোন হয়ে থাকবে এই বিল। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশেও এর উদাহরণ তুলে ধরা হবে।”
মহিলা সংরক্ষণ বিল সমাজের অগ্রগতির জন্য জরুরি ছিল এবং সরকার সেই প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “এটা দেশের উপলব্ধি। আর দেশের উপলব্ধি হলে সরকারের উপলব্ধি হওয়া স্বাভাবিক। এক সংবেদনশীল, দায়িত্বশীল নেতৃত্বই সমাজের প্রয়োজনীয়তা বুঝতে পারে। আর সরকারের এই নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদীজি।” মহিলা সংরক্ষণ বিলের প্রয়োজনীয়তা প্রসঙ্গে গত কয়েকদিনে সংসদের দুই কক্ষে সুষমা স্বরাজ, বৃন্দা কারাট, গীতা মুখার্জি, মীরা কুমার, সুমিত্রা মহাজন সম্পর্কে অনেক আলোচনা হয়েছে। এই মহিলা নেতৃবৃন্দ গত তিন দশক ধরে চেষ্টা করেছেন এবং অবশেষে আজ মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে বলেও জানান ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেন, “এই বিল গোটা বিশ্বে একটা মাইলফলক হয়ে থাকবে। ভারতের মতো পুরনো মাতৃতান্ত্রিক গণতান্ত্রিক দেশ, এই ইতিহাস রচনা করেছে। এর প্রভাব কেবল ভারতে নয়, সারা বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশেও এর উদাহরণ তুলে ধরা হবে।”
#WATCH | On the Women’s Reservation Bill (Nari Shakti Vandan Adhiniyam), Union Minister Dharmendra Pradhan says, “This is an achievement for the country…The subject is not to take special credit, the subject is to understand the needs of society…The subject is to make a… pic.twitter.com/D3ZSHiEg3n
— ANI (@ANI) September 22, 2023
প্রসঙ্গত, সংসদের বিশেষ অধিবেশনে গত বুধবার সরকার লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করে এবং প্রায় সর্ব্বসম্মতিতে বিলটি পাশ হয়। তারপর বৃহস্পতিবার রাজ্যসভায় ২১৫-০ ভোটে পাশ হয় এই বিল। এই বিলে সমর্থন জানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল ও সকল সাংসদদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিল দেশের সকলের মধ্যে নতুন আত্মবিশ্বাস জাগ্রত করবে বলেও জানান তিনি।