Rajya Sabha: ‘অদক্ষ মহিলাদের ভোটের টিকিট’, খাড়্গের মন্তব্য শুনেই তুলোধনা নির্মলার
Nirmala Sitharaman slams Kharge: রাজ্যসভায় খাড়্গে বললেন, ‘তফসিলি সম্প্রদায় ও পিছিয়ে পড়া শ্রেণির মহিলাদের মধ্যে শিক্ষার হার কম। সব রাজনৈতিক দলগুলির অভ্যেস হয়ে গিয়েছে, দুর্বল মহিলাদের আসন দিয়ে দেওয়া। যাঁরা সক্ষম, যাঁরা লড়াই করতে পারেন, তাঁদের দেওয়া হয় না।'
নয়া দিল্লি: মহিলা সংরক্ষণ বিল নিয়ে মঙ্গলবার রাজ্যসভায় বিরর্কিত মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের। রাজ্যসভায় খাড়্গে বললেন, ‘তফসিলি সম্প্রদায় ও পিছিয়ে পড়া শ্রেণির মহিলাদের মধ্যে শিক্ষার হার কম। সব রাজনৈতিক দলগুলির অভ্যেস হয়ে গিয়েছে, দুর্বল মহিলাদের আসন দিয়ে দেয়। যাঁরা সক্ষম, যাঁরা লড়াই করতে পারেন, তাঁদের দেওয়া হয় না। আমি জানি কীভাবে তফসিলি সম্প্রদায় ও পিছিয়ে পড়া শ্রেণির আসনে প্রার্থী বাছা হয়।’
খাড়্গের বক্তব্য, সবসময় এমন প্রার্থীদের টিকিট দেওয়া হয়, যাঁদের মুখ খুলতে দেওয়া হয় না। দলের অন্দরেও কথা বলতে পারেন না তাঁরা। যদিও বর্ষীয়ান কংগ্রেস নেতার বক্তব্য, সব রাজনৈতিক দলের মধ্যেই এই প্রবণতা রয়েছে। বললেন, ‘এই জন্যই মহিলারা পিছিয়ে রয়েছেন। আপানারা কখনও তাঁদের কথা বলতে দেন না।’ এই মন্তব্যের সঙ্গে সঙ্গে রাজ্যসভায় তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায়।
মল্লিকার্জুন খাড়্গের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা মোদী ক্যাবিনেটের অন্যতম প্রধান মহিলা মুখ নির্মলা সীতারমণ। সব রাজনৈতিক দল অদক্ষ মহিলাদের বেছে নেয় বলে যে মন্তব্য করেছেন খাড়্গে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না বলে রাজ্যসভায় জানান নির্মলা। বললেন, ‘আমাদের দলের সব মহিলাদের পক্ষ থেকে আমি বলছি, দলের তরফে আমাদের সেই ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সেই ক্ষমতা দিয়েছেন।’ দেশের রাষ্ট্রপতিও যে একজন মহিলা, সে কথাও স্মরণ করিয়ে দেন নির্মলা। বললেন, ‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন দক্ষ ও ক্ষমতাপ্রাপ্ত মহিলা। আমার দলের প্রত্যেক মহিলা সাংসদ, দক্ষ ও ক্ষমতাপ্রাপ্ত মহিলা।’
খাড়্গের বিরুদ্ধে এদিন রাজ্যসভায় অল আউট অ্যাটাক নির্মলার। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীও যে একজন মহিলা, সে কথাও খাড়্গেকে স্মরণ করিয়ে দেন তিনি। বললেন, ‘উনি যে মন্তব্য করেছেন, হতে পারে সেটি তাঁর দলের মধ্যে চলে। যদিও তাঁর দলেও অতীতে মহিলা সভানেত্রী ছিলেন। অথচ এরপরও তাঁরা নিজেদের দলে দক্ষ মহিলা খুঁজে পান না।’
এরপরই মল্লিকার্জুন খাড়্গে বলে ওঠেন, ‘নির্মলা সীতারমণ যে ধরনের পদে রয়েছেন, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা সেই সুযোগ পান না।’ তাতে আরও বিরক্ত হয়ে ওঠেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। খাড়্গের উদ্দেশে প্রশ্ন করলেন, ‘রাষ্ট্রপতি কে? তিনি আদিবাসী সম্প্রদায়ের মানুষ।’ মল্লিকার্জুন খাড়্গের মন্তব্যের তীব্র আপত্তি করে নির্মলা বললেন, ‘তিনি মহিলাদের এভাবে অপমান করতে পারেন না। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি মহিলাদের মধ্যে বিভাজন দেখানোর চেষ্টা করছেন।’