একের পর এক রেল দুর্ঘটনা, পিছনে কাজ করেছে বড় কোনও শক্তি? বড় তথ্য ফাঁস করলেন কেন্দ্রীয় মন্ত্রী
Train Accidents: শনিবার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু বলেন, "সম্প্রতি দেশে যে ট্রেন দুর্ঘটনাগুলি ঘটেছে, তার তদন্তে বেশ কিছু ভয়ঙ্কর জিনিস ও চক্রান্ত উঠে এসেছে। দুর্ঘটনার কারণ হিসাবে ভয়ঙ্কর জিনিসপত্র উঠে আসছে। গতকালই আলিগড়ে রেল ট্রাকে অ্যালয় হুইল পাওয়া গিয়েছে।"
হায়দরাবাদ: কখনও বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, কখনও আবার রাঙাপানিতে মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়া- একের পর এক রেল দুর্ঘটনা লেগেই রয়েছে। বিগত কয়েক মাসেই প্রায় এক ডজন ছোট-বড় ট্রেন দুর্ঘটনার খবর মিলেছে। সাধারণ মানুষ কার্যত ভয় পাচ্ছেন ট্রেনে চাপতে। কিন্তু এত ঘনঘন দুর্ঘটনা ঘটছে কেন? পুরোটাই রেলের গাফিলতি নাকি পিছনে রয়েছে অন্য কোনও কারণ? চাঞ্চল্যকর কথা বললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী।
শনিবার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু বলেন, “সম্প্রতি দেশে যে ট্রেন দুর্ঘটনাগুলি ঘটেছে, তার তদন্তে বেশ কিছু ভয়ঙ্কর জিনিস ও চক্রান্ত উঠে এসেছে। দুর্ঘটনার কারণ হিসাবে ভয়ঙ্কর জিনিসপত্র উঠে আসছে। গতকালই আলিগড়ে রেল ট্রাকে অ্যালয় হুইল পাওয়া গিয়েছে। এর মানে বড় ষড়যন্ত্র রয়েছে, যা ধীরে ধীরে সামনে আসছে।”
কে এই ষড়যন্ত্র করছে? কেনই বা ষড়যন্ত্র- এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “কারণ নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের অন্দরে এবং বিদেশ থেকে প্রচেষ্টা, ষড়যন্ত্র করা হচ্ছে। রেলওয়ে ব্যবস্থা, যা ভারতের লাইফলাইন, তা নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। সম্প্রতি রেল দুর্ঘটনাগুলি দেখলেই বোঝা যাবে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানো হয়েছে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)