UPI System: আন্তর্জাতিক স্তরে UPI-র ব্যবহার নিয়ে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ডিরেক্টরের সঙ্গে আলোচনা কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
Universal Postal Union: কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনায় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ডিরেক্টর জেনারেল মাসাহিকো মেটোকি ভারতীয় ডাক ব্যবস্থার প্রশংসা করেন। ডিজিটাল পরিকাঠামোর সঙ্গে তাল মিলিয়ে যেভাবে ভারতীয় ডাক বিভাগে পরিবর্তন এসেছে, তার ভূয়সী প্রশংসা করেন।
নয়া দিল্লি: দেশের গণ্ডির বাইরেও এবার কাজ করবে ইউপিআই (UPI)। আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশেও যাতে ভারতের অনলাইন পেমেন্ট ব্যবস্থা কাজ করে, তার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহির মতো বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবার বৈশ্বিক পোস্টাল নেটওয়ার্কের সঙ্গে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের সংযুক্তিকরণ খতিয়ে দেখল ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (Universal Postal Union)। ইউপিআই(UPI)-কে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে মঙ্গলবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সঙ্গে বৈঠক করেন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ডিরেক্টর জেনারেল মাসাহিকো মেটোকি।
তিনদিনের ভারত সফরে এসেছেন ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ডিরেক্টর মাসাহিকো মেটোকি। মঙ্গলবার তিনি ইউপিইউ-র আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন তিনি। এরপরে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন এবং ইউপিআই ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
Met Mr Masahiko Metoki, Director General of Universal Postal Union. Discussed on furthering cooperation between @UPU_UN and @IndiaPostOffice. https://t.co/ufluoNk0VV pic.twitter.com/S6lC0UaEva
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) July 18, 2023
কেন্দ্রের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আলোচনায় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ডিরেক্টর জেনারেল মাসাহিকো মেটোকি ভারতীয় ডাক ব্যবস্থার প্রশংসা করেন। ডিজিটাল পরিকাঠামোর সঙ্গে তাল মিলিয়ে যেভাবে ভারতীয় ডাক বিভাগে পরিবর্তন এসেছে, তার ভূয়সী প্রশংসা করেন এবং অন্যান্য দেশেও এই মডেল অনুসরণ করা উচিত বলে উল্লেখ করেন। পোস্টাল মাধ্যমে আন্তঃসীমান্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই-কে কীভাবে ব্যবহার করা যায়, তাও পর্যালোচনা করে দেখবেন বলে আশ্বাস দেন ইউপিইউ-র ডিরেক্টর জেনারেল।
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের পরিবর্তন, প্রত্যন্ত অঞ্চলেও কীভাবে সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন।