উত্তরাখণ্ড: মুখ্যমন্ত্রী পদে বসেই বিতর্কের মুখে পড়লেন তিরথ সিং রাওয়াত(Tirath Singh Rawat)। মহিলাদের রিপড জিন্স পরা নিয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
মঙ্গলবার শিশুদের অধিকার নিয়ে উত্তরাখণ্ড রাজ্য কমিশন দেহরাদুনে একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত একটি এনজিও(NGO)-র মহিলাকর্মীকে ছেঁড়া জিন্সের প্যান্ট পরতে দেখে তিনি বিস্মিতবোধ করছেন বলে জানান। এতে শিশুদের মনে ও সমাজে খারাপ উদাহরণ তৈরি হবে বলেও জানান তিনি।
উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী বলেন, “যদি এই ধরনের মহিলা সমাজে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করেন, তবে তাঁরা সমাজে কী বার্তা দেবেন? শিশুরাই বা কী শিখবে? এই শিক্ষাগুলি বাড়ি থেকেই শুরু হয়। কারণ আমরা যা করি, তাই শিশুরা অনুসরণ করে। যদি একজন শিশুকে বাড়িতে সঠিক সংস্কৃতির শিক্ষা দেওয়া হয়, তবে তাঁরা যতই আধুনিক হয়ে উঠুক না কেন, জীবনে কখনও ব্যর্থ হবেন না।”
আরও পড়ুন: ‘মমতা’হীন মুখ্যমন্ত্রী-বৈঠক মোদীর, এলেন না যোগীও
মহিলাদের উন্মুক্ত হাঁটু নিয়ে তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, “যেখানে পশ্চিমী দেশগুলি ভারতীয় যোগাসন অনুসরণ করছে, নিজেদের শরীর ঢাকছে, সেখানেই আমরা নগ্নতার দিকে ছুটছি।” তবে এখানেই থামেননি তিনি। একইসঙ্গে যোগ করে বলেন, “কাঁচি দিয়ে সংস্কারকে কেটে ফেলা হচ্ছে। হাঁটু দেখিয়ে, ছেঁড়া জিন্স পরে বড়লোকদের অনুসরণ করার চেষ্টা চলছে। বর্তমানে এই অভ্যাসগুলিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়ি থেকে এগুলি শেখানো না হলে কোথা থেকে আসছে এই শিক্ষা? এতে স্কুল বা শিক্ষকদের ভুলই বা কোথায়? আমার ছেলের হাঁটু দেখিয়ে, ছেঁড়া জিন্স পরিয়ে তাঁকে কোন পথে নিয়ে যাচ্ছি? মেয়েরাও কম নয়, তাঁরাও নিজেদের হাঁটু দেখাচ্ছেন। এটা কি ঠিক?”
অপর এক নতুন মন্ত্রী গণেশ জোশীও একই সুরে বলেন, “মেয়েরা জীবনে কী কী করতে চান, সেই বিষয়ে কথা বলেন। তবে তাঁদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পরিবার ও সন্তানদের দেখভাল করা।”
এদিকে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে কংগ্রেস নেতা সঞ্জয় ঝা (Sanjay Jha) টুইটে লেখেন, “রিপড জিন্স পরলে আমাদের সংস্কৃতি নষ্ট হয়। নেশাগ্রস্ত হওয়ার পথে এগিয়ে যায়। মহিলাদের এইধরনের পোশাক পরা উচিত নয়, এমনটাই মনে করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। প্রিয় বিজেপি, এটিই আপনাদের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। আপনারা কি এটাই প্রচার করেন?”
আরও পড়ুন: মাস্ক পরতে অস্বীকার, তিন মাসের জন্য ‘নো-ফ্লাই লিস্টে’ ৪ যাত্রী