Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মাস্ক পরতে অস্বীকার, তিন মাসের জন্য ‘নো-ফ্লাই লিস্টে’ ৪ যাত্রী

১৬ মার্চ জম্মু থেকে দিল্লিগামী একটি বিমানে চার যাত্রী মাস্ক(Mask) পরতে অস্বীকার করেন। বিমানের ক্যাপ্টেন নিজে এসেও বারবার অনুরোধ করলেও তাঁরা মাস্ক না পরায় বিমান দিল্লি পৌছতেই তাঁদের নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সংস্থার তরফে তাদের নাম নো-ফ্লাই লিস্টে(No Fly List) তুলে দেওয়া হয়।

মাস্ক পরতে অস্বীকার, তিন মাসের জন্য 'নো-ফ্লাই লিস্টে' ৪ যাত্রী
বিমানবন্দর সূত্রে খবর, পিঁপড়ে হানা দেওয়া ওই বিমানে ভূটানের রাজপুত্রও ছিলেন। বাকি যাত্রীদের মতো তিনিও পিঁপড়ের হামলার শিকার হন। ফিরিয়ে আনার পর যাত্রীদের হালকা চিকিৎসা করা হয়। এরপর তাঁদের অন্য বিমানে চাপিয়ে লন্ডন পাঠানোর ব্যবস্থা করা হয়।
Follow Us:
| Updated on: Mar 17, 2021 | 4:37 PM

নয়া দিল্লি: দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতেই কেন্দ্রের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল যে, মাস্ক না পরলে বা অন্য কোনও করোনাবিধি ভঙ্গ করলে যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হবে। সরকারের নিয়মবিধি অনুসরণ না করায় বিমান থেকে নামিয়ে না দেওয়া হলেও চার যাত্রীর উড়ানে নিষেধাজ্ঞা জারি করল এয়ার ইন্ডিয়া(Air India)-র শাখা সংস্থা অ্যালিয়ান্স এয়ার(Alliance Air)।

বিমান সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত ১৬ মার্চ জম্মু থেকে দিল্লিগামী একটি বিমানে চার যাত্রী মাস্ক পরতে অস্বীকার করেন। ক্যাপ্টেন বিকাশ তোমার ওই চার যাত্রীকে বারংবার অনুরোধ করায় সত্ত্বেও ওই যাত্রীরা মাস্ক পরতে অস্বীকার করেন। বিমান দিল্লি পৌঁছতেই ওই চার যাত্রীকে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: ছোটা রাজনকে ১০ বছরের সশ্রম সাজা দিল মুম্বইয়ের বিশেষ আদালত

কোভিড বিধিভঙ্গের অভিযোগে যাত্রীদের নাম নো-ফ্লাই লিস্টে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ আগামী তিন মাস ওই যাত্রীরা সংশ্লিষ্ট সংস্থার কোনও বিমানে উঠতে বা যাতায়াত করতে পারবেন না।

কলকাতা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বহু যাত্রী মাস্ক না পরার বিষয়টি তুলে ধরে দিল্লি হাইকোর্ট। এরপরই গত সপ্তাহে কেন্দ্রীয় অসামরিক উড়ান সংস্থার তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়, “বিমানে কোনও যাত্রী বারবার সতর্ক করা সত্ত্বেও যদি মাস্ক না পরেন, তবে তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে। যদি কোনও যাত্রী করোনাবিধি অনুসরণ করতে না চান, তবে তাঁদের নিয়মভঙ্গকারী যাত্রী হিসাবেই গণ্য করা হবে এবং কমপক্ষে তিন মাসের জন্য “নো-ফ্লাই লিস্ট”-এ তাঁদের নাম যোগ করা হবে।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষ, করোনার বাড়তি সংক্রমণ রুখতে কী পদক্ষেপ নমোর?