ছোটা রাজনকে ১০ বছরের সশ্রম সাজা দিল মুম্বইয়ের বিশেষ আদালত
২০১৩ সালে বাড়ি নির্মাতা অজয় গোসালিয়াকে খুনের চেষ্টা করেন ছোটা রাজন (Chhota rajan) ও তাঁর শাগরেদরা। এই মামলাতেই গত মঙ্গলবার মুম্বইয়ের বিশেষ এমসিওসিএ আদালত(MCOC Court) অভিযুক্তদের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করে।
মুম্বই: কুখ্যাত গ্যাংস্টার ছোটা রাজন (Chhota Rajan) সহ সাতজনকে ১০ বছরের জন্য সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করল মুম্বইয়ের বিশেষ এমসিওসিএ আদালত (MCOC Court)। ২০১৩ সালে মালাড জেলায় বাড়ি নির্মাতা অজয় গোসালিয়াকে গুলি করার ঘটনায় তাঁকে দোষী ঘোষণা করে আদালত।
কমপক্ষে ৭০টি মামলায় অভিযুক্ত ছোটা রাজন ও তাঁর ছয় সহযোগীর বিরুদ্ধে এক নির্মাতাকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল। ২০১৩ সালে বাড়ি নির্মাতা অজয় গোসালিয়া যখন শপিং মল থেকে বের হচ্ছিলেন, সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ছোটা রাজন ও তাঁর সঙ্গী-সাগরেদরা। ঘটনায় গুরুতর আহত হন ওই নির্মাতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্মাতা হিসাবে কাজ করার আগে অজয় “বুকি” হিসাবে কাজ করতেন। পুরনো শত্রুতার কারণেই তাঁকে খুনের চেষ্টা করেন ছোটা রাজন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষ, করোনার বাড়তি সংক্রমণ রুখতে কী পদক্ষেপ নমোর?
এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা (খুনের প্রচেষ্টা), ১২০বি (অপরাধমূলক চক্রান্ত) ও মহারাষ্ট্র সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ আইনে অভিযোগ দায়ের করা হয়। আহত গোসালিয়া সহ প্রায় ৫০-৬০ জন প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করার পর মঙ্গলবার বিশেষ বিচারপতি এটি ওয়াংখেড়ে রাজন সহ আরও ছয়জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকার জরিমানাও করা হয়েছে।
২০১১ সালে সাংবাদিক জে দে খুনের মামলায় বর্তমানে ছোটা রাজন তিহার জেলে যাবজ্জীবন সাজা কাটছেন। ২০১৫ সাল অবধি গা ঢাকা দিয়ে থাকলেও ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ইন্দোনেশিয়া থেকে তাঁকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এরপরই সেই বছর অক্টোবর মাসে তাঁকে গ্রেফতার করে সিবিআই (CBI)।
আরও পড়ুন: সরকার টিকিয়ে রাখতে ব্যর্থ, প্রার্থী তালিকায় নাম নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীরই