Uttarakhand Tunnel Rescue: ‘মানবতা ও দল বেঁধে কাজের অসাধারণ উদাহরণ’, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী
Uttarakhand Tunnel Rescue: মাত্র ৩৮ মিনিট ২১ সেকেন্ডেই শেষ হয়েছে শেষ উদ্ধার অভিযানের শেষ পর্ব। আর তারপরই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে স্বস্তি। উদ্ধারকারী দলের নিরলস প্রচেষ্টার প্রশংসায় পঞ্চমুখ সকলে। প্রধানমন্ত্রী মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কে কী বললেন?
দেরাদুন: গত ১৭ দিন ধরে যে মুহূর্তের অপেক্ষায় ছিল গোটা দেশ, অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় এসেছে সেই মুহূর্ত। উত্তরাখণ্ডের ধসে পড়া সিল্কিয়ারা টানেল থেকে এক এক করে ৪১ জন শ্রমিককেই নিরাপদে বের করে আনা গিয়েছে বাইরে। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে পাইপ পাঠানোর পর, মাত্র ৩৮ মিনিট ২১ সেকেন্ডেই শেষ হয়েছে শেষ উদ্ধার অভিযানের শেষ পর্ব। আর তারপরই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে স্বস্তি। উদ্ধারকারী দলের নিরলস প্রচেষ্টার প্রশংসায় পঞ্চমুখ সকলে। আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনায় উদ্ধারকারী দলের ভুয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে করা এক পোস্টে তিনি বলেছেন, “উত্তরকাশীতে আমাদের ভাইদের উদ্ধার অভিযানের সাফল্যে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। সুড়ঙ্গে আটকে পড়া বন্ধুদের বলতে চাই, আপনাদের সাহস এবং ধৈর্য সকলকে অনুপ্রেরণা জুগিয়েছে। আমি আপনাদের সকলের সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করছি।” আরও এক এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই বন্ধুরা এখন তাঁদের প্রিয়জনদের দেখা পাবেন। এটি অত্যন্ত তৃপ্তির বিষয়। এই চ্যালেঞ্জিং সময়ে এই সমস্ত পরিবারগুলি যে ধৈর্য এবং সাহস দেখিয়েছে, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।” এই উদ্ধার অভিযানকে তিনি ‘মানবতা এবং দলবদ্ধভাবে কাজের’ অসাধারণ উদাহরণ বলেছেন। শুধু টুইট করাই নয়, উত্তরাখণ্ডের মুক্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে উদ্ধার হওয়া শ্রমিকদের শরীর-স্বাস্থেরও খবর নেন তিনি।
उत्तरकाशी में हमारे श्रमिक भाइयों के रेस्क्यू ऑपरेशन की सफलता हर किसी को भावुक कर देने वाली है।
टनल में जो साथी फंसे हुए थे, उनसे मैं कहना चाहता हूं कि आपका साहस और धैर्य हर किसी को प्रेरित कर रहा है। मैं आप सभी की कुशलता और उत्तम स्वास्थ्य की कामना करता हूं।
यह अत्यंत…
— Narendra Modi (@narendramodi) November 28, 2023
উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এক্স পোস্টে তিনি বলেছেন, “উত্তরাখণ্ডের একটি সুড়ঙ্গে আটকে পড়া সমস্ত শ্রমিককে উদ্ধার করা হয়েছে জেনে আমি স্বস্তি পেয়েছি এবং খুশি হয়েছি। উদ্ধার প্রচেষ্টা বারবার বাধার সম্মুখীন হওয়ায় ১৭ দিনেরও বেশি সময় ধরে তাদের যে কষ্ট তা মানুষের ধৈর্যশক্তির প্রমাণ।” উদ্ধারকারী দলের সকল সদস্য এবং যে সমস্ত বিশেষজ্ঞ এই কাজে পরামর্শ দিয়েছেন, তাঁদের সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি।
I feel relieved and happy to learn that all the workers trapped in a tunnel in Uttarakhand have been rescued. Their travails over 17 days, as the rescue effort met with obstacles, have been a testament of human endurance. The nation salutes their resilience and remains grateful…
— President of India (@rashtrapatibhvn) November 28, 2023
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “উত্তরকাশীতে একটি সুড়ঙ্গে আটকে পড়া আমাদের ৪১ জন শ্রমিক ভাইকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। এটি দেশের জন্য বড় খবর। এতদিন টানেলে এমন চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের সাহসিকতাকে সেলাম জানায় দেশ। আমাদের সহ-নাগরিকদের জীবন বাঁচানোর জন্য অক্লান্ত প্রচেষ্টা চালানো সমস্ত ব্যক্তি এবং সংস্থাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
It is great news for the nation that all our 41 Shramik brothers trapped in a tunnel in Uttarkashi have been rescued safe and sound.
Nation salutes their grit in facing such a challenging situation in the tunnel for so long.
My heartfelt gratitude to all the people and the…
— Amit Shah (@AmitShah) November 28, 2023
I am completely relieved and happy as 41 trapped laborers in the Silkyara Tunnel Collapse have been successfully rescued.
This was a well-coordinated effort by multiple agencies, marking one of the most significant rescue operations in recent years. Various departments and…
— Nitin Gadkari (@nitin_gadkari) November 28, 2023
কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, সিল্কিয়ারা টানেল ধসে আটকা পড়া ৪১ জন শ্রমিককে সফলভাবে উদ্ধার করায় আমি খুশি এবং সম্পূর্ণ স্বস্তি পেলাম।” সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য উদ্ধার অভিযানগুলির একটি হিসেবে এই উদ্ধার অভিযানকে চিহ্নিত করেছেন তিনি। উদ্ধারকারীদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী ক্রমাগত এই অভিযান পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজন অনুযায়ী নির্দেশ ও সহায়তা প্রদান করছেন বলে, তাঁকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন নীতিন গড়করি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভিকে সিং-কেও ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, “উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিক ভাইদের নিরাপদে প্রত্যাবর্তন খুব খুশির খবর। তাঁদের এবং তাঁদের পরিবারকে আমার আন্তরিক অভিনন্দন। আমাদের শ্রমিক ভাইরা, যারা ভারত গড়েছেন, তাঁদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সকল সাহসী কর্মী, যাঁরা এই কঠিন অভিযান সফল করেছেন, তাঁদের সেলাম জানাই।”
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেছেন, “এনডিআরএফ, সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থাগুলির কঠোর পরিশ্রম ফলপ্রসূ হয়েছে এবং উত্তরাখণ্ডের সুড়ঙ্গে আটকে থাকা সমস্ত কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আমি এই অভিযানে জড়িত, যারা এটিকে সফল করতে দিনরাত কাজ করেছেন, তাঁদের সকলের প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমকে অভিনন্দন জানাই। সমস্ত দেশবাসীর প্রার্থনা কাজে লেগেছে। প্রতিকূল পরিস্থিতিতে যাঁরা একে অপরকে সমর্থন করেছেন, উত্সাহ দিয়েছেন, আমি সেই সমস্ত শ্রমিকদের ধৈর্য ও সাহসকেও অভিনন্দন জানাই। এটা ভারতের জনগণের ঐক্যের জয়।”