Arnold Dix: ‘নিজের জন্য কিছু চাইনি’, উত্তরকাশীর ‘মিরাকেলে’ ঈশ্বরকে ধন্যবাদ আর্নল্ডের
Uttarkashi Tunnel Rescue: ঈশ্বরের কাছে কী প্রার্থনা করলে, এই প্রশ্ন করতেই সংবাদসংস্থা এএনআই-কে আর্নল্ড বলেন, "আমি নিজের জন্য় কিছু চাইনি। আমি ওই ৪১ শ্রমিকের উদ্ধারের জন্য এবং যারা উদ্ধারকাজে সাহায্য করছিলেন, তাদের জন্য প্রার্থনা করেছি। কেউ কোনওভালে যাতে আহত না হয়, তার প্রার্থনাই করেছি।"
উত্তরকাশী: বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। উত্তরকাশীর সিলকিয়ারা সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের নিরাপদে উদ্ধারের জন্য সুড়ঙ্গের পাশেই তৈরি করা হয়েছিল অস্থায়ী মন্দির। সেখানে নিয়মিত পুজো চলছিল। উদ্ধারকাজ যখন শেষ পর্যায়ে, সেই সময় মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার টানেলিং এক্সপার্ট আর্নল্ড ডিস্ক-কেও। মঙ্গলবার র্যাট হোল মাইনিংয়ের মাধ্যমে উদ্ধার করা হয় ৪১ শ্রমিককে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর, আজ ফের ওই মন্দিরে প্রার্থনা করতে যান তিনি। আর্নল্ড জানান, সফলভাবে ৪১ শ্রমিককে উদ্ধার সম্ভব হওয়ায় তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে এসেছেন।
ঈশ্বরের কাছে কী প্রার্থনা করলে, এই প্রশ্ন করতেই সংবাদসংস্থা এএনআই-কে আর্নল্ড বলেন, “আমি নিজের জন্য় কিছু চাইনি। আমি ওই ৪১ শ্রমিকের উদ্ধারের জন্য এবং যারা উদ্ধারকাজে সাহায্য করছিলেন, তাদের জন্য প্রার্থনা করেছি। কেউ কোনওভালে যাতে আহত না হয়, তার প্রার্থনাই করেছি।”
#WATCH | International tunnelling expert, Arnold Dix offers prayers before local deity Baba Bokhnaag at the temple at the mouth of Silkyara tunnel after all 41 men were safely rescued after the 17-day-long operation pic.twitter.com/xoMBB8uK52
— ANI (@ANI) November 29, 2023
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue |On worshipping God daily and the challenges, international tunnelling expert, Arnold Dix says, “I didn’t ask anything for me, I asked for 41 people out there… and for all the people helping… We couldn’t get anyone hurt…” pic.twitter.com/S7aMBEiktz
— ANI (@ANI) November 29, 2023
অগার মেশিনও ভেঙে যাওয়ায় যখন উদ্ধারের বিকল্প পথের কাজ চলছিল, সেই সময় র্যাট হোল মাইনিং করেই শ্রমিকদের উদ্ধার করা হয়। গোটা উদ্ধারকাজকেই ‘মিরাকেল’ বলে উল্লেখ করেন আন্তর্জাতিক টানেলিং এক্সপার্ট। আর্নল্ড বলেন, “আমি বলেছিলাম যে খ্রিস্টমাসের মধ্যে ৪১ শ্রমিককে বাড়ি ফিরিয়ে আনা হবে, কেউ আহত হবে না। আমরা শান্ত ছিলাম। আমরা জানতাম যে ঠিক কী চাইছি আমরা। একত্রিত হয়ে, এক টিম হিসাবে আমরা খুব ভাল কাজ করেছি। ভারতে সেরা ইঞ্জিনিয়াররা রয়েছেন। এই সফল মিশনের অংশ হতে পেরে খুব খুশি। অভিভাবক হিসাবে আমি খুব খুশি ও গর্বিত যে সমস্ত অভিভাবকরা তাদের সন্তানদের ফিরে পেয়েছেন। আমায় মন্দিরে যেতেই হত, কারণ আমি বলেছিলাম যে ধন্যবাদ জানাতে যাব। মিরাকেলের সাক্ষী থেকেছে আমরা।”
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | On Australian PM Anthony Albanese’s congratulatory message on the successful rescue of all 41 workers from the Silkyara tunnel, international tunnelling expert, Arnold Dix says, “Thanks, Mr Prime Minister… It’s been my privilege… pic.twitter.com/wRnGqE6gNq
— ANI (@ANI) November 29, 2023
উত্তরকাশীর উদ্ধারকাজ শেষ হওয়ার পর ফোন করে আর্নল্ডকে অভিনন্দন জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এটা আমার সৌভাগ্য যে দেখাতে পেরেছি আমরা শুধু ক্রিকেটেই নয়, সুড়ঙ্গে উদ্ধারকাজ সহ বাকি কাজেও ভাল। ৪১ জনকেই উদ্ধার করা হয়েছে, সকলে সুরক্ষিত রয়েছেন।”