Lal Krishna Advani: গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হল লালকৃষ্ণ আদবাণীকে

LK Advani: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ, শনিবার সকালেই তাঁকে দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়। এই নিয়ে গত জুলাই মাস থেকে মোট চারবার হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে। এর আগেও তিনি অ্যাপোলো ও এইমস-এ ভর্তি ছিলেন।

Lal Krishna Advani: গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করা হল লালকৃষ্ণ আদবাণীকে
লালকৃষ্ণ আদবাণী।Image Credit source: Getty Image
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2024 | 12:01 PM

নয়া দিল্লি: হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবাণী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল, শুক্রবার রাতে তাঁকে দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ সময় ধরেই তিনি অসুস্থ। বার্ধক্যজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয় লালকৃষ্ণ আদবাণীকে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে লালকৃষ্ণ আদবাণীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।অ্যাপোলো হাসপাতালে নিউরোলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার বিনীত সুরির তত্ত্বাবধানে ভর্তি হয়েছেন তিনি।

এই নিয়ে গত জুলাই মাস থেকে মোট চারবার হাসপাতালে ভর্তি করানো হল তাঁকে। এর আগেও তিনি অ্যাপোলো ও এইমস-এ ভর্তি ছিলেন।

গত মাসেই ৯৭ তম বর্ষে পা দেন লালকৃষ্ণ আদবাণী। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। চলতি বছরের মার্চ মাসেই দেশের সর্বোচ্চ সম্মান, ভারত রত্নে পুরষ্কৃত করা হয় লালকৃষ্ণ আদবাণীকে।

১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আদবাণী। ১৯৪২ সালে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগ দেন। পরে বিজেপির অন্যতম রূপকার হয়ে ওঠেন তিনি। লালকৃষ্ণ আদবাণীই বিজেপিতে সবথেকে বেশি সময় প্রেসিডেন্ট ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকারেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আদবাণী। তিনি ১৯৯৯ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী ছিলেন।