VIDEO: পিনাকীর বাহুডোরে নববিবাহিতা মহুয়া, দু’চোখে ভরা প্রেমের উষ্ণ ছোঁয়া, দেখুন বিয়ের পরের মুহূর্ত
Mahua Moitra-Pinaki Mishra: তৃণমূল সাংসদ নিজেই সোশ্যাল মিডিয়ায় স্টেটাসে এই ভিডিয়ো পোস্ট করেছেন। ইতিমধ্যেই তা ব্যাপক ভাইরাল। নববিবাহিত দম্পতির জন্য উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা।

নয়া দিল্লি: কাকপক্ষীতেও টের পায়নি। চুপিসারে বিয়ে সেরেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। গত ৩ জুন প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন জার্মানির বার্লিন প্রাসাদে। প্রথমে বিয়ের কথা স্বীকার করতে না চাইলেও, পরে নিজেই বিয়ের ছবি পোস্ট করেন। এবার সামনে এল তাঁদের বিয়ের পরের মুহূর্তের ভিডিয়ো।
সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, গোলাপি শাড়ি ও সোনার গহনায় মোড়া মহুয়া মৈত্র। পিনাকী মিশ্রকে দেখা গিয়েছে সাদা কুর্তা-পাজামা ও ম্যাচিং করা গোলাপি রঙের জহর কোটে। তাঁরা একে অপরকে জড়িয়ে ধরে নাচ করছেন। তাদের দু’জনের চোখেই ধরা পড়ছিল ভালবাসা। নিজেদের অনুভূতি আর গোপন না রেখে, সকলের সামনে জাহির করেছেন। ভিডিয়োয় তাদের ভালবাসা ও রসায়ন স্পষ্ট।
View this post on Instagram
তৃণমূল সাংসদ নিজেই সোশ্যাল মিডিয়ায় স্টেটাসে এই ভিডিয়ো পোস্ট করেছেন। ইতিমধ্যেই তা ব্যাপক ভাইরাল। নববিবাহিত দম্পতির জন্য উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা।
প্রসঙ্গত, কৃষ্ণনগরের দুইবারের সাংসদ মহুয়া মৈত্রের দ্বিতীয় বিয়ে এটি। তাঁর স্বামী পিনাকী মিশ্রেরও এটি দ্বিতীয় বিয়ে। পিনাকী মিশ্র পুরীর প্রাক্তন সাংসদ। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীও।

