Horrific Incident: পঞ্জাবে ‘তালিবানি রাজত্ব’? প্রকাশ্যে আঙুল কাটলেন দুষ্কৃতীরা, ভয়াবহ ভিডিয়ো ভাইরাল
Punjab: মোহালির বালোঙ্গিতে ঘটেছে এই নারকীয় ঘটনা। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। এই ঘটনা সামনে আসতেই আপ শাসিত পঞ্জাবে আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে।

মোহালি: এক ব্যক্তিকে জড়িয়ে ধরে রেখেছেন দুই দুষ্কৃতী। অপর এক দুষ্কৃতী ওই ব্যক্তির হাতের আঙুলের সামনের ভাগ মাটিতে চেপে ধরেছেন। তাঁর হাতে রয়েছে তরোয়াল। সেই তরোয়াল দিয়ে ওই ব্যক্তির হাতের আঙুল কাটার চেষ্টা করছেন। ওই ব্যক্তি হাত সরিয়ে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু তিন জনের অত্যাচার থেকে বেশিক্ষণ নিজের আঙুল বাঁচাতে পারেননি তিনি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক দুষ্কৃতী হাতে কোপ মারলেন আর বেশ কয়েকটি আঙুল কেটে পড়ে গেল ওই ব্যক্তির। এ ভাবে দুবার কোপ মেরে ওই ব্যক্তির এক হাতের পাঁচটি আঙুলই কেটে দিল ওই দুষ্কৃতীরা। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। এই ঘটনা তালিবান শাসিত আফগানিস্তানের হয়। ঘটেছে পঞ্জাবে। জানা গিয়েছে, ৮ ফেব্রুয়ারি মোহালির বালোঙ্গিতে ঘটেছে এই নারকীয় ঘটনা। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। এই ঘটনা সামনে আসতেই আপ শাসিত পঞ্জাবে আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়েছে। সে রাজ্যের বিরোধীদের অভিযোগ, পঞ্জাবে আপের তালিবানি শাসন চলছে। ঘটনা নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে পঞ্জাব পুলিশ। যদিও কোনও অভিযুক্তই এখনও অবধি গ্রেফতার হয়নি।
পঞ্জাবের বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা এই ঘটনার ভিডিয়ো শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডলে। সেই ভিডিয়ো শেয়ার করে তিনি লিখেছেন, “পঞ্জাবের এই ভয়াবহ দৃশ্য দেখতে পারব না। আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবস্থা সেখানে। কেজরীবাল নিজের রাজনৈতিক লোভ পূরণ করতে পঞ্জাবকে তালিবানি শাসনের দিকে নিয়ে যাচ্ছেন। পঞ্জাব পুলিশ কোনও কাজ করে?” পঞ্জাবের বিজেপি সাংসদ রাজ্যবর্ধন রাঠোরও এই ভিডিয়ো শেয়ার করে আপ সরকারের শাসনকালকে ‘তালিবানি শাসন’ বলে কটাক্ষ করেছেন। কংগ্রেসও এই ঘটনা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছে।
पंजाब में जबसे AAP की सरकार आई है दंगे, हत्याएं और पुलिस पर हमला आम बात हो गई है। और अब तो पंजाब से ऐसे ‘तालिबानी हुकूमत’ के वीडियो रोजाना ही देखने को मिलते हैं। अतिवादियों से हाथ मिलाकर सरकार तो बना ली AAP ने, पर सजा पंजाब की जनता भुगत रही है। pic.twitter.com/zPVe1rBjyD
— RajyavardhanRathore (@Ra_THORe) February 24, 2023
(দুর্বল চিত্তের মানুষরা ভিডিয়োটি দেখবেন না)
জানা গিয়েছে, নিগৃহীত ওই ব্যক্তির নাম হরদীপ সিং। মোহালির এক গ্রামে বাড়ি তাঁর। তাঁর বয়স ২৪-২৫ বছর। হাসপাতালের চিকিৎসকরা ওই যুবকের কাটা আঙুল জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সফল হননি। ওই যুবক গাড়িচালকের কাজ করেন বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে মোহালির ডেপুটি পুলিশ সুপার এইচ এস মান এক ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
