CCTV Footage: ব্রিজের পাশ থেকে সোজা ঝাঁপ দিলেন মহিলা, তারপর… ঠিক ২ মিনিট ৪ সেকেন্ডের সেই ভিডিয়ো দেখলে গায়ে কাঁটা দেবে

Woman Jump Video footage: জানা গিয়েছে, মহিলার নাম রিমা মুকেশ পটেল। তাঁর বয়স ৫৬ বছর। উত্তর-পূর্ব মুম্বইয়ের মুলুন্দ এলাকার বাসিন্দা তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে ওই মহিলা ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাত দুটো ধরে ফেলেন গাড়ির চালক।

CCTV Footage: ব্রিজের পাশ থেকে সোজা ঝাঁপ দিলেন মহিলা, তারপর...  ঠিক ২ মিনিট ৪ সেকেন্ডের সেই ভিডিয়ো দেখলে গায়ে কাঁটা দেবে
ভয়াবহ সেই ফুটেজ Image Credit source: twitter
Follow Us:
| Updated on: Aug 17, 2024 | 12:48 PM

মুম্বই: প্রথমে একটি জিনিস ছুড়ে ফেললেন রেলিং-এর পাশ থেকে। তারপর সোজা লাফ। জলে পড়ার আগেই মহিলার হাত টেনে ধরলেন গাড়ির চালক। সিসিটিভি-তে ধরা পড়ল সেই মুহূর্ত। প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন মহিলা। মুম্বইয়ের অটল সেতুর ঘটনা। মুম্বই পুলিশ ২ মিনিট ৪ সেকেন্ডের সেই ভিডিয়ো প্রকাশ করেছে।

কোনও ক্রমে বাঁচানো সম্ভব হল ওই মহিলাকে। ঘটনার পর পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, এমন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মনে রাখা দরকার, বাড়িতে প্রিয়জন অপেক্ষা করছে। যেহেতু অটল সেতুতে টহল দেয় পুলিশ, তাই বাঁচানো সম্ভব হয়েছে ওই মহিলাকে।

জানা গিয়েছে, মহিলার নাম রিমা মুকেশ পটেল। তাঁর বয়স ৫৬ বছর। উত্তর-পূর্ব মুম্বইয়ের মুলুন্দ এলাকার বাসিন্দা তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে ওই মহিলা ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাত দুটো ধরে ফেলেন গাড়ির চালক। তারপরই ছুটে যান ডিউটি অফিসারেরা।

এরপর আধিকারিকরা মহিলার হাত ধরে টানতে শুরু করেন। ছিলেন চার অফিসার। তাঁদের প্রত্যেকের কথা উল্লেখ করেছে মুম্বই পুলিশ।

গত মাসে এই সেতু থেকেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এক যুবক। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মুম্বইয়ের বাসিন্দা ইঞ্জিনিয়ার কে শ্রীনিবাস মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের একেবারে শেষ প্রান্ত থেকে জলে ঝাঁপ দেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)