AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবাকে বিয়ে করার ভাইরাল ভিডিয়ো ভুয়ো, জানা গেল আসল সত্যি

ভিডিয়োতে দেখানো হয়েছে এক শ্বশুর তার বউমাকে বিয়ে করছে আর সেটাও নিছক অভিনয়। এই ঘটনার কোনও বাস্তব ভিত্তি নেই।

বাবাকে বিয়ে করার ভাইরাল ভিডিয়ো ভুয়ো, জানা গেল আসল সত্যি
| Updated on: Dec 05, 2024 | 9:33 AM
Share

নয়া দিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো। সেখানে দেখা যায় এক যুবতী বলছেন যে তিনি তাঁর বাবাকে বিয়ে করছেন। আর এটাই ছিল তাঁর স্বপ্ন। যুবতীর কপাল ভর্তি সিঁদুর। পরনে ছিল লাল শাড়ি, গলায় মঙ্গলসূত্র। এমনকী ভিডিয়োতে থাকা প্রৌঢ়কেও বলতে শোনা যাচ্ছিল যে, ‘ও আমার মেয়ে। তাতে কী হয়েছে আমরা বিয়ে করেছি, তাতে কী অসুবিধা আছে।’ ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর ভিডিয়ো অনুসারে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল TV9 বাংলা। যাচাই করে দেখা গিয়েছে, আসলে বিষয়টি এমনটা নয়। অর্থাৎ ওই যুবতী তাঁর বাবাকে বিয়ে করেননি।

সমাজবাদী পার্টির নেতা জয় সিংহ যাদব পোস্ট করেছিলেন ভিডিয়োটি। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। এক ফ্যাক্ট চেকিং সংস্থার রিপোর্টে উঠে এসেছে, আসলে বাবা-মেয়ের বিয়ের বিষয়টি ঠিক নয়। ওই সংস্থা অনুসন্ধান করে দেখেছে, একটি ভেরিফায়েড অ্যাকাউন্টে ওই ভিডিয়োর দীর্ঘতর ভার্সানটি পোস্ট করা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ডিসক্লেমার দিয়ে জানানো হয়েছে যে ভিডিয়োটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, ভিডিয়োতে দেখানো হয়েছে এক শ্বশুর তার বউমাকে বিয়ে করছে আর সেটাও নিছক অভিনয়। এই ঘটনার কোনও বাস্তব ভিত্তি নেই।

আরও জানা গিয়েছে যে যিনি ভিডিয়ো পোস্ট করেন তাঁর নাম অঙ্কিতা করোটিয়া। তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর তথা প্র্যাঙ্কস্টার। সংশ্লিষ্ট ভিডিয়োতে থাকা ব্যক্তিকে অঙ্কিতার পোস্ট করা অন্যান্য ভিডিয়োতে অন্যান্য ভূমিকায় দেখা গিয়েছে।