Rahul Gandhi’s Wedding Card: বিয়ের কার্ডে রাহুল গান্ধীর ছবি! সত্যিই কি সাত পাকে বাঁধা পড়ছেন এবার?

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 08, 2025 | 3:57 PM

Rahul Gandhi: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা বিয়ের কার্ড। সেখানেই এক পাশে ছাপানো রাহুল গান্ধীর ছবি। পাশে রয়েছে সনিয়া গান্ধীর ছবিও। যারাই এই কার্ড দেখছেন, তারাই অবাক। কী কাণ্ড আসলে?

Rahul Gandhis Wedding Card: বিয়ের কার্ডে রাহুল গান্ধীর ছবি! সত্যিই কি সাত পাকে বাঁধা পড়ছেন এবার?
বিয়ের কার্ডে রাহুল গান্ধীর ছবি।
Image Credit source: PTI

Follow Us

ভোপাল: মোস্ট এলিজেবল ব্যাচেলর বললেই যেমন সলমন খানের নাম মাথায় আসে, তেমনই মনে আসে রাহুল গান্ধী। সনিয়া পুত্র কাকে বিয়ে করবেন, তা নিয়ে অধীর আগ্রহ সাধারণ মানুষের। বিভিন্ন রাজ্যে যখন কংগ্রেসের খারাপ ফল, সেখানেই ভাইরাল একটা বিয়ের কার্ড। তাতে বসানো রাহুল গান্ধীর ছবি। তবে কি রাহুল গান্ধী বিয়ে করছেন অবশেষে?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা বিয়ের কার্ড। সেখানেই এক পাশে ছাপানো রাহুল গান্ধীর ছবি। পাশে রয়েছে সনিয়া গান্ধীর ছবিও। যারাই এই কার্ড দেখছেন, তারাই অবাক। কী কাণ্ড আসলে?

এই কার্ডটি ছাপিয়েছেন মধ্য প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক যোগেশ দন্ডোটিয়া। তাঁর বোনের বিয়েতেই কার্ডে ছাপিয়েছেন রাহুল গান্ধী এবং সনিয়া গান্ধীর ছবি। তার সঙ্গে সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকরের একটি ছবিও রয়েছে।

ভাইরাল বিয়ের কার্ড।

যোগেশ দন্ডোটিয়া, যিনি কার্ডগুলি ছাপিয়েছিলেন, তিনি বলেন যে ডঃ ভীমরাও আম্বেদকর সংবিধান প্রণয়নের মাধ্যমে দলিতদের সমাজে সমান মর্যাদা দিয়েছিলেন। আর আজকের সময়ে, রাহুল গান্ধী সংবিধান রক্ষার জন্য লড়াই করছেন। অতএব, বাবা সাহেব যেমন দলিতদের ঈশ্বর, ঠিক তেমনই রাহুল গান্ধীও বাবা সাহেবের মতো ঈশ্বর। সেই কারণেই বাবা সাহেবের সঙ্গে তাঁর ছবি ছাপিয়েছি। রাহুল গান্ধীর মতো পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সনিয়া গান্ধী, তাই তাঁর ছবিও কার্ডে সমানভাবে স্থান পেয়েছে।

এদিকে, বিয়ের কার্ডে রাহুল গান্ধীর ছবি ছাপাকে নিয়ে বিজেপি কটাক্ষ করছে। বিজেপি নেতা রামেশ্বর ভাদোরিয়া বলেছেন যে রাহুল গান্ধীর নিজের বিয়ের কার্ড এখনও ছাপা হয়নি, তবে অন্তত কোনও বিয়ের কার্ডে তো রাহুল গান্ধীর ছবি ছাপা হল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে এই কার্ডটি রাহুল গান্ধীর কাছে পৌঁছক এবং রাহুল গান্ধীর শীঘ্রই বিয়ে হোক।

Next Article