Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওয়াকফ বিলে মোদী সরকার ১০ গোল দিলেও একটা গোল আটকে দিতে পারে TDP, কীভাবে?

Waqf Amendment Bill: এরই মধ্যে টিডিপি সাংসদের বক্তব্য ঘিরেই জল্পনা। তেলুগু দেশম পার্টির সাংসদ কৃষ্ণ প্রসাদ তেন্নিতি বলেন যে ওয়াকফ বোর্ডে কে থাকবেন, তা নির্ধারণে রাজ্য সরকারের স্বাধীনতা বা ফ্লেস্কিবিলিটি থাকার দাবি করবেন।

ওয়াকফ বিলে মোদী সরকার ১০ গোল দিলেও একটা গোল আটকে দিতে পারে TDP, কীভাবে?
সংসদে শাসক জোট।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 02, 2025 | 7:23 PM

নয়া দিল্লি: সংসদে পেশ হল ওয়াকফ সংশোধনী বিল। এবার শুধু দুই কক্ষে পাশ করানোর অপেক্ষা। ওয়াকফ বিল পাশ করানো নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে চিন্তা এক জোটসঙ্গীকে নিয়েই। নাহ নীতীশ কুমারের জেডিইউ নয়। বরং চন্দ্রবাবু নাইডুর টিডিপি সামান্য হলেও রক্তচাপ বাড়াচ্ছে বিজেপি। কেন?

আজ লোকসভায় পেশ করা হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। ৮ ঘণ্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে। একে একে শাসক ও বিরোধী সাংসদরা বক্তব্য রাখছেন। আলোচনা শেষে হবে ভোটাভুটি। সাংসদদের পূর্ণ সমর্থন পেতে বিজেপি হুইপ জারি করেছে। জোটসঙ্গীদেরও একই নির্দেশ দেওয়া হয়েছে।

এরই মধ্যে টিডিপি সাংসদের বক্তব্য ঘিরেই জল্পনা। তেলুগু দেশম পার্টির সাংসদ কৃষ্ণ প্রসাদ তেন্নিতি বলেন যে ওয়াকফ বোর্ডে কে থাকবেন, তা নির্ধারণে রাজ্য সরকারের স্বাধীনতা বা ফ্লেস্কিবিলিটি থাকার দাবি করবেন।

আর এই মন্তব্যেই জল্পনা বেড়েছে। তবে কি জোটসঙ্গীদের ঐক্যমতে আনতে পারছে না বিজেপি? সূত্রের খবর, টিডিপি ওয়াকফ সংশোধনী বিলে আরও কিছু সংশোধন বা পরিবর্তনের দাবি জানাতে পারে। সরকার সম্ভবত সেই দাবি মেনেও নেবে। তবে আজকের বিলে টিডিপি সমর্থনই জানাবে।

সংসদে কী ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে পারবে বিজেপি?

লোকসভার হিসাব

৫৪২ আসনের লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে বিজেপি শাসিত এনডিএ-র কমপক্ষে ২৭২টি ভোটের দরকার। এর মধ্যে-

  • বিজেপি- ২৪০ জন সাংসদ
  • জেডি(ইউ)- ১২ জন সাংসদ
  • টিডিপি- ১৬ জন সাংসদ
  • এলজেপি- ৫ জন সাংসদ
  • আরএলডি- ২ জন সাংসদ
  • শিবসেনা- ৭ জন সাংসদ

যদি এনডিএ একজোট থাকে, তবে এই বিল পাশ করাতে কোনও বাধা থাকবে না।

রাজ্যসভায়-

লোকসভায় পাশের পর রাজ্যসভায় এই বিল পেশ করতে হবে। ২৪৫ আসনের রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে ১১৯টি ভোট দরকার। এর মধ্যে-

  • বিজেপি- ৯৮ জন সাংসদ রয়েছে।
  • জেডি(ইউ)- ৪ জন সাংসদ
  • টিডিপি- ২ জন সাংসদ
  • এনসিপি (অজিত পওয়ার)- ৩ জন সাংসদ
  • শিবসেনা- ১ জন সাংসদ
  • আরএলডি- ১ জন সাংসদ

এনডিএ একজোট থাকলে ১২৫টি ভোট পাবে। এছাড়া মনোনীত সদস্যদের ভোট নিয়েও আশাবাদী বিজেপি। ফলে ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে কোনও সমস্যা থাকবে না।