Giriraj Singh: ‘যেদিন সময় হবে সেদিন দেখা হবে’, মমতা-অভিষেকদের সঙ্গে সাক্ষাৎ নিয়ে বললেন গিরিরাজ
Giriraj Singh: প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বারবারই রাস্তায় নেমেছে তৃণমূল। কিন্তু, কোনও সুরাহা না হওয়ায় এবার একেবারে দিল্লি অভিযানের ডাক দেওয়া হয়েছে দলের তরফে। তবে এই প্রথম নয়। আগেও কেন্দ্রের দ্বারস্থ হয়েছে তৃণমূল। গত ৫ এপ্রিল কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর দফতরেও গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল।
নয়া দিল্লি: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চান মমতা-অভিষেকরা। ৩ অক্টোবর দেখা করার সময় চেয়ে শনিবার চিঠি লেখেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কিন্তু, আদৌও দেখা হবে কি না তা নিয়ে চলছিল চাপানউতোর। কেন্দ্রীয় মন্ত্রী সময় দেন কি না তাও নিয়েও চলছিল জল্পনা। এরইমধ্যে অভিষেক এবং মমতার চিঠি পেয়েছেন বলে স্বীকার করলেন গিরিরাজ। কিন্তু মন্ত্রীর বক্তব্য, মধ্যপ্রদেশ বা ছত্তীসগঢ়ে যদি প্রচারে না চলে যাই তবে দেখা করব। না হলে পরে যেদিন সময় হবে সেদিন দেখা হবে।
প্রসঙ্গত, প্রসঙ্গত কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে বারবারই রাস্তায় নেমেছে তৃণমূল। কিন্তু, কোনও সুরাহা না হওয়ায় এবার একেবারে দিল্লি অভিযানের ডাক দেওয়া হয়েছে দলের তরফে। তবে এই প্রথম নয়। আগেও কেন্দ্রের দ্বারস্থ হয়েছে তৃণমূল। গত ৫ এপ্রিল কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর দফতরেও গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু, দেখা হয়নি মন্ত্রীর সঙ্গে। তারমধ্যেই নতুন নতুন অনুরোধে ডেরেক পাঠান চিঠি।
যদিও এর আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সুর চড়াতে দেখা গিয়েছিল তৃণমূল নেতৃত্বকে। সেদিনই ‘দিল্লি চলো’র ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে দিল্লি যাচ্ছে তৃণমূল। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছে তৃণমূলের প্রতিনিধি দল। নেতৃত্বে অভিষেক।