Mamata Banerjee: আজই দিল্লি যাচ্ছেন মমতা, জি-২০-র নৈশভোজে দেখা হবে শেখ হাসিনার সঙ্গে
G-20 Summit: আজই দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল বা রাতে তিনি দিল্লিতে পৌঁছবেন। আগামিকাল সন্ধেয় দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।

কলকাতা: রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া। জি-২০ সম্মেলনে (G-20 Summit) যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, আজ, শুক্রবারই দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল সন্ধেয় তিনি জি-২০ সম্মেলনের নৈশভোজে যোগ দেবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu), অন্য়ান্য রাজ্যের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ হবে মুখ্যমন্ত্রীর। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গেও দেখা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
জি-২০ সম্মেলন উপলক্ষে বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিশেষ ভোজের আয়োজন করেছেন। এই নৈশভোজে জি-২০ সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছাড়াও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের আমন্ত্রণ করা হয়েছে। সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
জানা গিয়েছে, আজই দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল বা রাতে তিনি দিল্লিতে পৌঁছবেন। আগামিকাল সন্ধেয় দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি। আগামিকাল থেকে দিল্লিতে এয়ার ট্রাফিক কন্ট্রোল চালু হবে, কারণ ওই সময়ে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা এসে পৌঁছবেন। সমস্যায় যাতে না পড়তে হয়, তার জন্যই আজ দিল্লি চলে যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।
সূত্রের খবর, দিল্লিতে গিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে বৈঠক করার ইচ্ছা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু জি-২০ সম্মেলনের কারণে দিল্লিজুড়ে কড়া নিরাপত্তার ব্য়বস্থা করা হয়েছে। ট্রাফিক যাতায়াতের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই কারণে কেজরীবালের সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করা সম্ভব নয়। জি-২০ সম্মেলনের নৈশভোজেই সরাসরি কেজরীবালের সঙ্গে দেখা হতে পারে মুখ্য়মন্ত্রীর।
ওই নৈশভোজেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের।