CM Mamata Banerjee: অখিলেশের সঙ্গে বৈঠকের পরই ওড়িশা সফর মুখ্যমন্ত্রীর, কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে তৃতীয় মোর্চা গড়ছেন মমতা?

Odisha Visit: সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২১ মার্চ দুইদিনের জন্য ওড়িশা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিন তিনি ভুবনেশ্বরে থাকবেন।

CM Mamata Banerjee: অখিলেশের সঙ্গে বৈঠকের পরই ওড়িশা সফর মুখ্যমন্ত্রীর, কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে তৃতীয় মোর্চা গড়ছেন মমতা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Mar 17, 2023 | 10:45 AM

কলকাতা: জগন্নাথ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২১ মার্চ ওড়িশা সফরে (Odisha Visit) যাচ্ছেন মুখ্যমন্ত্রী, দেখা করতে পারেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Naveen Patnaik) সঙ্গে। দুইদিনের এই সফরের মাঝেই তিনি পুরী মন্দিরে পুজো দিতে যাবেন। এমনটাই সূত্রের খবর। এদিকে, মুখ্যমন্ত্রীর ওড়িশা সফরের কথা সামনে আসতেই জল্পনা শুরু হয়েছে যে নতুন কোনও জোট গঠনের দিকেই কি এগোচ্ছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ২১ মার্চ দুইদিনের জন্য ওড়িশা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের প্রথম দিন তিনি ভুবনেশ্বরে থাকবেন। এর পরেরদিন, অর্থাৎ ২২ মার্চ পুরীর জগ্গনাথ মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। এই সফরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। আগামী ২৩ মার্চ দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

আজ রাজ্যে সমাজবাদী পার্টির কার্যনির্বাহী বৈঠকে যোগ দিতে আসছেন সপা প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। দুজনের মধ্যে বৈঠক হবে বলেও জানা গিয়েছে। অখিলেশের সঙ্গে বৈঠকের পরই এবার ওড়িশা সফর ও সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে বৈঠকের বিষয়টি সামনে আসতেই তৃতীয় মোর্চার তত্ত্ব সামনে উঠে আসছে। এই জোটের নেতৃত্ব দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জল্পনা।

আগামী ২০২৪ সালে একদিকে যেমন লোকসভা নির্বাচন হবে, তেমনই ওড়িশায় বিধানসভা নির্বাচনও রয়েছে। নীতিগতভাবে কংগ্রেস ও বিজেপি-উভয় দলের সঙ্গেই সমান দূরত্ব বজায় রাখেন বিজেডি প্রধান নবীন পট্টনায়ক। রাজ্যস্তরে বিজেপির সঙ্গে বিজেডি প্রতিদ্বন্দ্বিতা করলেও, কেন্দ্রীয় স্তরে এখনও অবধি বিজেপির পাশেই দাঁড়িয়েছেন নবীন পট্টনায়ক। তবে সম্প্রতিই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের মধ্যে বিরোধ চরমে উঠেছে। সম্প্রতিই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্য় সরকারের অসহযোগিতার অভিযোগ করেন। এই নিয়েই দোষারোপের পালা শুরু হয়েছে।

অন্যদিকে, নবীন পট্টনায়েকের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অনেকদিনের। সম্প্রতিই নবীন পট্টনায়ক দেশের একাধিক আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ করা শুরু করেছেন বলে জানা গিয়েছে। এই আবহেই মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্ভাব্য বৈঠক ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের।