AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পর্ন দেখলেও শাস্তি! ভিডিয়ো বানালে বা মোবাইলে রাখলে হবে আরও ভয়ঙ্কর হাল, কী সাজা পাবেন?

হাওড়াতে নাকের ডগায় মা-ছেলে, শ্বেতা এবং আরিয়ান খান মিলে চালাত পর্নোগ্রাফির ব্যবসা। এই ধরনের কাজ করলে কী কী শাস্তি হতে পারে জানেন? ভারতে পর্নোগ্রাফি দেখা, তৈরি করা বা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে কী হতে পারে?

পর্ন দেখলেও শাস্তি! ভিডিয়ো বানালে বা মোবাইলে রাখলে হবে আরও ভয়ঙ্কর হাল, কী সাজা পাবেন?
| Updated on: Jun 09, 2025 | 4:36 PM
Share

পর্নোগ্রাফি দেখা বা বানানো, ভারতীয় আইন অনুসারে এই দুই কাজই বেআইনি। ২০২২ সালে ভারত সরকার আইটি অ্যাক্ট ২৯২ এবং ২৯৩ অনুসারে ৬৩ বেশি পর্নসাইটকে ব্যান করা হয় ইন্টারনেট থেকে। তারপরেও বন্ধ হয়নি এই ব্যবসা।

হাওড়াতে নাকের ডগায় মা-ছেলে, শ্বেতা এবং আরিয়ান খান মিলে চালাত পর্নোগ্রাফির ব্যবসা। এই ধরনের কাজ করলে কী কী শাস্তি হতে পারে জানেন? ভারতে পর্নোগ্রাফি দেখা, তৈরি করা বা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে কী হতে পারে?

BNS-এর ধারা ২৯৪:

যে কোনও কাজ যা অশ্লীল বা পর্নোগ্রাফিক বস্তু বিক্রি, বিতরণ, প্রদর্শন বা প্রচার সম্পর্কিত, কিংবা যে কোনও লেনদেন যেখানে একজন ব্যক্তি অন্যজনকে অশ্লীল বস্তু ভাড়ায় দেয়— এই সবই BNS-এর ধারা ২৯৪ অনুযায়ী অবৈধ।

শাস্তি:

প্রথমবার এই অপরাধ করলে, সর্বোচ্চ ২ বছর জেল এবং ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

পুনরায় বা পরবর্তীবার এই অপরাধ করলে, সর্বোচ্চ ৫ বছর জেল এবং ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

BNS-এর ধারা ২৯৫:

ধারা ২৯৪-এর অনুরূপ, তবে এটি বিশেষভাবে শিশুদের (১৮ বছরের নিচে) সুরক্ষা সম্পর্কিত। এই ধারা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী কাউকে অশ্লীল বস্তু বিক্রি, বিতরণ, প্রদর্শন, প্রচার বা ভাড়ায় দেওয়া, অথবা এই ধরনের কোনো প্রস্তাব বা চেষ্টা করাও আইনত অপরাধ।

শাস্তি:

প্রথমবার এই অপরাধ করলে, সর্বোচ্চ ৩ বছর জেল এবং ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

পুনরায় বা পরবর্তীবার এই অপরাধ করলে, সর্বোচ্চ ৭ বছর জেল এবং ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

তথ্যপ্রযুক্তি আইন (IT Act)-এর ধারা ৬৭:

ধারা ৬৭ অনুযায়ী, কোনও অশ্লীল বা পর্নোগ্রাফিক উপাদান যা কামনাকে উস্কে দেয় বা যে কোনও ব্যক্তি যেটি দেখলে, পড়লে বা শুনলে তার চারিত্রিক অবক্ষয় হতে পারে—এমন উপাদান ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ, প্রেরণ বা প্রকাশের ব্যবস্থা করাও বেআইনি।

শাস্তি:

প্রথমবার অপরাধ করলে সর্বোচ্চ ৫ বছর জেল এবং ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা।

পুনরায় বা পরবর্তীবার অপরাধ করলে সর্বোচ্চ ১০ বছর জেল এবং ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

তথ্যপ্রযুক্তি আইন (IT Act)-এর ধারা ৬৭A:

ধারা ৬৭A অনুযায়ী, কোনও উপাদান যা যৌন আচরণ বা কার্যকলাপ চিত্রায়িত করে বা দেখায়—সেটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ বা প্রেরণ করা সম্পূর্ণরূপে বেআইনি ও শাস্তিযোগ্য।

শাস্তি:

প্রথমবার অপরাধ করলে সর্বোচ্চ ৫ বছর জেল এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা।

পুনরায় বা পরবর্তীবার অপরাধ করলে সর্বোচ্চ ৭ বছর জেল এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা।

প্রসঙ্গত, ২০২৪ সালেও চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে গুরুত্বপূর্ণ রায় দেয় সুপ্রিম কোর্ট। শিশু পর্নোগ্রাফি ভিডিয়ো দেখা অপরাধ। সুপ্রিম কোর্ট ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটি রায়ে স্পষ্টভাবে জানায় শিশুদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত ভিডিয়ো ডাউনলোড করা, দেখা অথবা নিজের ইলেকট্রনিক যন্ত্রে সংরক্ষণ করাও আইনত গুরুতর অপরাধ। আদালত জানায়, এটি পকসো আইনের ধারা ১৫(১) অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য করা হবে। পকসো ধারাতেই বিচারপ্রক্রিয়া চলবে।