AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT: ঔরঙ্গজেব বিতর্কে মুখ খুললেন RSS-এর সুনীল আম্বেকর

Sunil Ambekar: নাগপুরের পরিস্থিতি সম্পর্কেও এদিন মুখ খোলেন সুনীল আম্বেকর। তিনি বলেন, "এই সমাজ বিভাজিত। এতে শহরের মানুষজন বিরক্ত। এই ধরণের ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।"

WITT: ঔরঙ্গজেব বিতর্কে মুখ খুললেন RSS-এর সুনীল আম্বেকর
Image Credit: TV9 Network
| Updated on: Mar 29, 2025 | 11:39 AM
Share

নয়া দিল্লি: মুঘল শাসক ঔরঙ্গজেবকে নিয়ে বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সুনীল আম্বেকর। TV9 নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ (WITT)-র অনুষ্ঠানে সুনীল আম্বেকর ঔরঙ্গজেবকে একজন ‘আক্রমণকারী’ বলে উল্লেখ করেছেন। আম্বেকর বলেন, “যিনি ভারতের আক্রমণকারী, তাঁর প্রশংসা করা ঠিক নয়।”

সুনীল আম্বেকর এদিন দাবি করেন, যদি কোনও ডাকাত ভারতে আসে আর লুঠপাট করে চলে যায়, তাহলে তাকে মহিমান্বিত করা ঠিক নয়। এতে সমাজে উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

সঙ্ঘের সর্বভারতীয় প্রচার প্রধান সুনীল আম্বেকর মনে করেন ঔরঙ্গজেব সম্পর্কে আলোচনা করে গুরুত্ব দেওয়া উচিত নয়। তিনি বলেন, “এই ধরনের বিষয়গুলিকে ইচ্ছাকৃত অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এগুলো কোনও বিষয়ই নয়। এভাবে আক্রমণকারীদের কথা বলে মানুষের অনুভূতি উস্কে দেওয়া হচ্ছে।”

আম্বেকর বলেন, “ছত্রপতি শিবাজি এবং সম্ভাজি মহারাজ সম্পর্কে কথা বলা উচিত। এরা দেশপ্রেমিক ছিলেন।” নাগপুরের পরিস্থিতি সম্পর্কেও এদিন মুখ খোলেন সুনীল আম্বেকর। তিনি বলেন, “এই সমাজ বিভাজিত। এতে শহরের মানুষজন বিরক্ত। এই ধরণের ঘটনা কোনওভাবেই সমর্থনযোগ্য হতে পারে না।” উল্লেখ্য়, ঔরঙ্গজেব বিতর্ককে কেন্দ্র করেই নাগপুরে হিংসার ঘটনা ঘটেছিল।

বলিউড ছবি ‘ছাভা’ মুক্তির পর থেকেই ঔরঙ্গজেবকে নিয়ে তোলপাড় চলছে। মহারাষ্ট্রের সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমির একটি বক্তব্যের পর তোলপাড় শুরু হয়। তিনি ঔরঙ্গজেবকে সমর্থন করে একটি মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, ঔরঙ্গজেব ছিলেন মুঘলদের শেষ শক্তিশালী শাসক। ১৬৫৮ থেকে ১৭০৭ সাল পর্যন্ত ভারতে শাসন চালিয়েছিলেন তিনি।