
কলকাতা: শেষ বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, বিহারের মানচিত্রে বড় ফ্যাক্টর হয়েছিল বামেরা। কিন্তু ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের ফল যেন সব কিছু ওলট-পালট করে রেখে দিল। দিশেহারা মহগাঁটবন্ধন! সঙ্গে লাল রঙ আরও ফ্যাকাসে হয়ে গেল সিপিআইএমএল থেকে সিপিআই, সিপিএম। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ১৯টি আসনে প্রার্থী দিয়েছিল লিবারেশন। জয় এসেছিল ১২টি আসনে। সিপিআই লড়েছিল ৬টি আসনে। জিতেছিল ২টি আসনে। অন্যদিকে সিপিআইএম লড়েছিল ৪টি আসনে। জিতেছিল ২টি আসনে। কিন্তু এবার যেন সব সমীকরণই ঘেঁটে ঘ। তড়তড়িয়ে কমে গেল আসন।
আমরা যদি শেষ লোকসভা নির্বাচনের দিকে নজর দিই তাহলে দেখব ৩ আসনে লড়েছিল সিপিআইএমএল। সেখানে তারমধ্যে ২টি আসনেই এসে গিয়েছিল জয়। কিন্তু এবার যেন সব খেলা ঘুরে গেল। মহাগাঁটবন্ধনের হাত ধরেও বিশেষ লাভের গুড় ঘরে ঢুকল না।
এবার মোট ৩৩টি আসনে লড়েছিল বামেরা। রয়েছে মহাগাঁটবন্ধনেও। সিপিআই লড়েছে ৯টি আসনে। সিপিআইএম লড়েছে ৪টি আসনে। সিপিআইএমএল প্রার্থী দিয়েছে ২০টি আসনে। এর মধ্যে কাটিহার জেলার বলরামপুরে প্রার্থী দিয়েছে লিবারেশন। গোপালগঞ্জের ভোর থেকে শিবানের দ্বারাউলি, দ্বারুন্দা, নালন্দার রাজগিরেও প্রার্থী দিয়েছে লিবারেশন। প্রার্থী দিয়েছে পাটনার দিঘা থেক রৌহতৌসের কারাকট, জেহেনাবাদের ঘোষী। আরাউলেও দিয়েছে প্রার্থী। এখন শেষ আপডেট বলছে ৪টি আসনে এগিয়ে রয়েছে সিপিআইএমএল। সিপিএম এগিয়ে রয়েছে ১টি আসনে। সেখানে এনডিএ জোট রাজ্য়ের মোট ২৪৩ আসনের মধ্য়ে এগিয়ে গিয়েছে ২০০টি আসনে। সেখানে মহাগাঁটবন্ধন এগিয়ে রয়েছে মাত্র ৩৭ আসনে।