সিপিআই(এম-এল) লিবারেশন
সিপিআই(এম-এল) লিবারেশন একটি অতি বাম দল। বিহার ও ঝাড়খণ্ডে তাদের সংগঠন যথেষ্ট মজবুত। ২০২৩ সাল থেকে ইন্ডিয়া জোটের শরিক তারা। একদম পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। ১৯৭৩ সালে সিপিআই(এম-এল) দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। তারপর ১৯৭৪ সালে সিপিআই(এম-এল) লিবারেশন গঠন হয়। প্রথম সাধারণ সম্পাদক হন সুব্রত দত্ত। এই মুহূর্তে সিপিআই(এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। ১৯৯৮ সাল থেকে এই পদে রয়েছেন তিনি। সিপিআই(এম-এল) লিবারেশনের সদর দফতর দিল্লিতে। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তাদের ছাত্র সংগঠন। বিহার বিধানসভায় এখন এই অতি বাম দলের ১১ জন বিধায়ক রয়েছেন। চব্বিশের লোকসভা নির্বাচনে তারা ২টি আসন জিতেছে। এই দুটি আসনই তারা জিতেছে বিহারে।