Abhishek Sharma: ভিডিয়ো: চিরকুট কই? অভিষেকের পকেটে উঁকিঝুঁকি স্কাইয়ের, তারপর…
Watch Video: লক্ষ্মীবারে ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ চলাকালীন মুম্বইয়ের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবকে দেখা যায় অভিষেক শর্মার পকেটে উঁকিঝুঁকি মারতে।

কলকাতা: আইপিএলে (IPL) বেশ কিছু ঘটনা এমন ঘটে, যা নিয়ে বছরের পর বছর আলোচনা চলে। কখনও কোনও ক্রিকেটারের সেলিব্রেশন, কখনও আবার ২২ গজে উত্তপ্ত বাক্য বিনিময়, এ নিয়ে কথা চলতেই থাকে। এ বারের আইপিএলে তেমনই নানা সেলিব্রেশন ভাইরাল। তার মধ্যে অন্যতম অভিষেক শর্মার (Abhishek Sharma) সেঞ্চুরির পর সেলিব্রেশন। তিনি পঞ্জাব কিংসের বিরুদ্ধে চোখধাঁধানো ১৪১ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। তারপর একটি চিরকুট তুলে ধরেছিলেন। সেখানে লেখা ছিল, ‘দিস ওয়ান ইজ ফর অরেঞ্জ আর্মি’ (এই সেঞ্চুরিটা অরেঞ্জ আর্মির জন্য)। এ বার মুম্বই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের তরুণ ক্রিকেটারের পকেটে চিরকুট খুঁজতে দেখা গেল স্কাইকে।
pic.twitter.com/jjE4cpoexd https://t.co/zLCozmFpkf
— 𝘽²⁶⁹ (@mallichudam) April 17, 2025
ওয়াংখেড়েতে লক্ষ্মীবারে অভিষেক যখন ব্যাটিং করছিলেন, সেই সময় সূর্যকুমার যাদব তাঁর কাছে এসে পকেটে হাত ভরে দেখতে থাকেন সেখানে কোনও চিরকুট আছে কিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে। দু’জনকেই সেই সময় হাসতে দেখা যায়।
Suryakumar Yadav checking Abhishek Sharma’s pockets to see if he’s hiding any notes 😆📄#sarcasm #SRHvsMI #MIvsSRH #IPL2025 pic.twitter.com/W4Y5WUSYfP
— Sarcasm (@sarcastic_us) April 17, 2025
হায়দরাবাদে ১৪১ রানের মহাকাব্যিক ইনিংসের পর ওয়াংখেড়েতে রোহিত শর্মাদের বিরুদ্ধে বৃহস্পতিবারের আইপিএল ম্যাচে ২৮ বলে ৪০ রান করেন। প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৬২ রান তোলে হাদরাবাদ। মুম্বই ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়। এ বার মুম্বই ও হায়দরাবাদ পরের ম্যাচে মুখোমুখি হবে ২৩ এপ্রিল। সেখানে উপ্পলে অরেঞ্জ আর্মি বদলা নেওয়ার চেষ্টায় থাকবে।





