AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly: শুভ দাসের চিকিৎসায় হাত বাড়িয়ে দিলেন ফুটবল প্রেমী সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly-Kolkata Football: ফুটবলের সঙ্গে তাঁর যোগ দীর্ঘ সময়ের। ইন্ডিয়ান সুপার লিগেও যুক্ত ছিলেন। সৌরভের ফুটবল প্রেম কারও অজানা নেই। একজন ফুটবলার যখন অসুস্থ, সৌরভ পাশে দাঁড়াবেন, অপ্রত্যাশিত নয়।

Sourav Ganguly: শুভ দাসের চিকিৎসায় হাত বাড়িয়ে দিলেন ফুটবল প্রেমী সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit: OWN Arrangement
| Edited By: | Updated on: Apr 18, 2025 | 5:01 PM
Share

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচিতি ক্রিকেটের সৌজন্যেই। দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তবে তাঁর প্রথম প্রেম যে ফুটবল, অস্বীকার করার জায়গা নেই। স্কুল, কলেজে ফুটবল খেলেছেন। ময়দানেও বিভিন্ন চ্যারিটি ম্যাচে খেলেছেন সৌরভ। ফুটবলের সঙ্গে তাঁর যোগ দীর্ঘ সময়ের। ইন্ডিয়ান সুপার লিগেও যুক্ত ছিলেন। সৌরভের ফুটবল প্রেম কারও অজানা নেই। একজন ফুটবলার যখন অসুস্থ, সৌরভ পাশে দাঁড়াবেন, অপ্রত্যাশিত নয়।

একটা সময় ময়দানে দাপিয়ে খেলেছেন শুভ দাস। মহমেডান স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সঙ্ঘ, ইস্টার্ন রেল ও টালিগঞ্জ অগ্রগামীর মতো দলের প্রাক্তন ফুটবলার। কিন্তু বর্তমানে সেই দাপুটে ফুটবলার কার্যত শয্যাশায়ী। একটা দিক পক্ষাঘাতে আক্রান্ত। সংক্রমণ হওয়ায় বাদ গিয়েছে একটি হাত। তাঁর চিকিৎসার খরচও প্রচুর। পেশায় স্কুল শিক্ষক শুভ। কিন্তু অসুস্থতার কারণে স্কুলে যেতে পারেননি। অনুপস্থিতির কারণে দীর্ঘদিন বেতন নেই। চাকরিও প্রায় যেতে বসেছে।

অসুস্থ ফুটবলার শুভ দাসের চিকিৎসার খরচ যোগাতে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় পিআর সলিউশন। আর্থিক দায় ভার নিতে এগিয়ে আসে আদিত্য গ্রুপ। এই উদ্যোগে সামিল ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর হাতে চেক তুলে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়, অনির্বাণ আদিত্য, অঙ্কিত আদিত্য। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেই এই অনুষ্ঠানটি হয়। শুভ দাসের পাশে থাকার আশ্বাস দেন সৌরভ। আদিত্য গ্রুপের সঙ্গে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে পি আর সলিউশন। সব রকমের সাহায্যের আশ্বাস দেন সৌরভ গঙ্গোপাধ্যায়।