AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দিল্লিতে চাঁদের হাট, G20 শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে কারা? দেখে নিন পুরো তালিকা

G20 summit 2023: ২০২২-এর ১ ডিসেম্বর থেকে জি২০ গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্বে আছে ভারত। ৯-১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে হতে চলেছে শীর্ষ সম্মেলন। অংশ নিচ্ছে কারা?

দিল্লিতে চাঁদের হাট, G20 শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছে কারা? দেখে নিন পুরো তালিকা
ভারতের জি২০ সবাপতিত্বের লোগোতে সেজে উঠেছে ইন্দির গান্ধী অন্তর্জাতিক বিমানবন্দরImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 31, 2023 | 8:23 AM
Share

নয়া দিল্লি: ২৩ অগস্ট চাঁদ ছুঁয়েছে ভারত। আর ৯-১০ সেপ্টেম্বর, জি-২০ শীর্ষ সম্মেলন (G-20 Summit 2023) উপলক্ষে দিল্লিতে বসছে চাঁদের হাট! জি২০ (G-20) বা গ্রুপ অফ টুয়েন্টি হল একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার ফোরাম। ১৯৯৯ সালে এশিয়ায় আর্থিক সংকট দেখা দেওয়ার পর, ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নরদের আন্তর্জাতিক অর্থনীতি ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য এই ফোরাম প্রতিষ্ঠা করা হয়েছিল। ২০০৭-এ সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে জি২০ গোষ্ঠী রাষ্ট্রপ্রধান স্তরে উন্নীত হয়েছিল। অর্থাৎ, শীর্ষস্তরের বৈঠক শুরু হয়। ২০০৯-এ আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরামে পরিণত হয় এই গোষ্ঠী। ২০২২-এর ১ ডিসেম্বর থেকে এই গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্বে আছে ভারত। আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে কারা?

আগেই বলা হয়েছে, জি২০ গোষ্ঠী ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত। এই ১৯টি দেশ হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, জার্মানি, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং অবশ্যই ভারত। আসন্ন শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ প্রায় প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানরই অংশ নিচ্ছেন। তবে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই জনিয়ে দিয়েছেন বৈঠকে তিনি উপস্থিত থাকতে পারছেন না। ব্যস্ত কর্মসূচি এবং ইউক্রেন যুদ্ধের কারণে তিনি আসতে না পারলেও, তাঁর জায়গায় বৈঠকে অংশ নেবেন রুশ বিদেশমন্ত্রী ল্যাভরভ।

অন্যদিকে, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। শীর্ষ সম্মেলনের ঠিক আগে, উসকে উঠেছে মানচিত্র বিতর্ক। চিনের পক্ষ থেকে সম্প্রতি একটি সরকারি মানচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিনকে তাদের এলাকা বলেদাবি করেছে বেজিং। এই নিয়ে প্রথমবারের মতো সরকারি স্তরে প্রতিবাদ জানিয়েছে ভারত।

এই ১৯ দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধানরা ছাড়াও, শীর্ষ সম্মেলনে যোগ দেবেন আরও ৯টি দেশের রাষ্ট্রপ্রধানরা। বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহি – ভারতের সভাপতিত্বে এই ৯ দেশকে অতিথি সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া, রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাঙ্ক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব শ্রম সংস্থা, ফিনান্সিয়াল স্টেবিলিটি বোর্ড, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থা – এই আন্তর্জাতিক সংস্থাগুলির প্রধানরাও অংশ নেবেন এই শীর্ষ সম্মেলনে। এই সংগঠনগুলির পাশাপাশি, আফ্রিকান ইউনিয়ন, আশিয়ান, আফ্রিকান ইউনিয়ন ডেভেলপমেন্ট এজেন্সির মতো আঞ্চলিক সংস্থাগুলির প্রধানরাও। এছাড়া আন্তর্জাতিক সৌর জোট, কোয়ালিশন ফর ডিসাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক – এই সংস্থাগুলিকে অতিথি সদস্য হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।