Republic Day of India: প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে হবেন, কষতে হয় জটিল অঙ্ক, কীভাবে বাছাই হয় জানেন?

Republic Day of India: এই বছর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ানতো আসছেন ভারত সফরে। প্রশ্ন হল, ভারত কী ভাবে বেছে নেয়, প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে হবেন? কী ভাবে বেছে নেওয়া হয় তা?

Republic Day of India: প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে হবেন, কষতে হয় জটিল অঙ্ক, কীভাবে বাছাই হয় জানেন?
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 23, 2025 | 1:27 PM

প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথির আসনে কে থাকবেন? তা নিয়ে প্রত্যেক বছর উৎসাহ থাকে দেশবাসীর মনে। এই বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করবেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো। ২৫ এবং ২৬ জানুয়ারি ভারতে থাকবেন তিনি।

গত বছর, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত চঝিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং ২০২৩ সালে, উপস্থিত ছিলেন মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাতাহ আল-সিসি। ভারতে, অনান্য দেশের গুরুত্বপূরর ব্যাক্তিদের প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর প্রথা শুরু হয় ১৯৫০ সাল থেকে। কুইন এলিজাবেথ থেকে ভ্লাদিমির পুতিন, বারাক ওবামা এই আসনে আসীন হয়েছেন বিশ্বের অনেক বড় বড় রথী মহারথীরা।

এই বছর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুবিয়ানতো আসছেন ভারত সফরে। প্রশ্ন হল, ভারত কী ভাবে বেছে নেয়, প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে হবেন? কী ভাবে বেছে নেওয়া হয় তা? এই বছর সুবিয়ন্তোকে আমন্ত্রণ জানানোর বা উদ্দেশ্য কী?

কী কী আয়োজন থাকে ভারতের প্রধান অতিথির জন্য?

যে কোনও দেশের নেতার কাছেই প্রজাতন্ত্র দিবসের দিন ভারতের প্রধান অতিথি হয়ে আসাটা অত্যন্ত সম্মানের বিষয়। প্রজাতন্ত্র দিবসের সব অনুষ্ঠানে উপস্থিত থাকেন তিনি। ২১ বন্দুকের মাধ্যমে গান স্যালুট জানানো হয় তাঁকে। রাষ্ট্রপতি ভবনে দেওয়া হয় ‘গার্ড অব অনার’। সন্ধে বেলা ভারতের রাষ্ট্রপতি অতিথির সম্মানে এক বিশেষ সংবর্ধনার আয়োজন করেন।

রাজঘাটে গিয়ে জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী আয়োজন করেন বিশেষ অনুষ্ঠানের। উপরাষ্ট্রপতি ও পররাষ্ট্রমন্ত্রীসহ বহু বিশিষ্ট ব্যক্তি দেখা করেন তাঁর সঙ্গে।

কী ভাবে বেছে নেওয়া হয় প্রধান অতিথি?

দীর্ঘ প্রক্রিয়ার পর প্রধান অতিথির নাম নির্ধারণ করা হয় ভারতের প্রধান অতিথির নাম। এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয় অনুষ্ঠানের অন্তত ৬ মাস আগে। প্রধান অতিথি নির্বাচনের সময় অনেক বিষয় মাথায় রাখা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে এই বিষয়ে ভারতের রাষ্ট্রদূত থাকা মনবীর সিং জানান এই বিশেষ অনুষ্ঠানের জন্য প্রধান অতিথির নাম নির্ধারণ করার সময় অনেকগুলি বিষয় মাথায় রাখা হয়। যেমন- সেই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন? ভারতের সঙ্গে সেখানকার সেনাবাহিনী, রাজনীতি ও অর্থনীতির সম্পর্ক কী? এমন সব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই প্রধান অতিথির নাম ঠিক করা হয়। আসলে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানো ভারতের কূটনৈতিক নীতির একটি অংশ। প্রধান অতিথির নাম নির্বাচনের পরে তাতে শেষ শিলমোহর দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্রহ্মোস চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। সূত্র মারফত খবর, প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর এই ভারত সফরেই সেই চুক্তি হতে পারে। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জাকার্তায় ভারতীয় দূতাবাসে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের জন্য ৪৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করার বার্তা পাঠিয়েছে। এই চুক্তির জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ইন্দোনেশিয়াকে ঋণ দিতে পারে, সেই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেই খবর। এই বছর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর ভারত সফর কতটা গুরুত্বপূর্ণ, তা এখান থেকেই অনেকটা পরিষ্কার হয়ে যায়।

দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
আসতে পারে দেশের সবচেয়ে বড় আইপিও, টাটার মাথায় আরবিআইয়ের খাঁড়া
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
দাদু দিয়েছিলেন ০.০৪% শেয়ার, নারায়ণ মূর্তির নাতির সম্পত্তি কত জানেন?
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
বেকারত্বের 'সহজ সমাধান' বলে দিলেন মুখ্যমন্ত্রী, চাই শুধু চায়ের দোকান
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে ব্যাঙ্কগুলো!
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
ঘরেই ছিলেন, ছেলের যাবজ্জীবনের সাজা শুনে দোর আটকেই রইলেন সঞ্জয়ের মা
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
চাকরি পেয়েই বাড়ি, গাড়ি! এই ভুল আপনিও করেছেন?
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?