Charismatic Donald Trump: ঢাল ‘সমঝোতা এক্সপ্রেস’! ট্রাম্পের কথা শুনে ‘শান্ত’ হয়েছিল আর কোন কোন দেশ

Donald Trump: দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতির মসনদে বসার পরই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন ট্রাম্প। যার জেরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে উত্তপ্ত বিতর্কও হয়।

Charismatic Donald Trump: ঢাল ‘সমঝোতা এক্সপ্রেস’! ট্রাম্পের কথা শুনে ‘শান্ত’ হয়েছিল আর কোন কোন দেশ
Image Credit source: TV9 Bharatbarsh

| Edited By: জয়দীপ দাস

May 10, 2025 | 8:35 PM

নয়া দিল্লি: শেষ পর্যন্ত সংঘর্ষ-বিরতি। ‘মধ্যস্থতা’ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি স্পষ্ট জানিয়ে দিলেন, পাঁচটা থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি। আকাশ, স্থল, জল, কোনও পথেই সেনা আর কোনও ‘অ্য়াকশন’ হবে না। প্রসঙ্গত, আগেও ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। শেষ পর্যন্ত তাঁর কথাতেই অস্ত্র নামাতে রাজি হল দুই দেশ। তবে এই প্রথম নয়, আরও একাধিক দেশের মধ্যে যুদ্ধ আবহে সংঘর্ষ-বিরতি হয়েছিল ট্রাম্পের কথা। ভারত-পাকিস্তান এই তালিকায় পঞ্চম। 

দ্বিতীয়বার আমেরিকার রাষ্ট্রপতির মসনদে বসার পরই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন ট্রাম্প। যার জেরে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে উত্তপ্ত বিতর্কও হয়। যদিও পরবর্তীতে আমেরিকার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরও করেন জেলেনস্কি। পরবর্তীতে আবার ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির প্রক্রিয়া অনেকটাই এগিয়ে যায়।

অন্যদিকে ইজরায়েল-হামাস সংঘর্ষ থামাতেও সক্রিয় ভূমিকা নিতে দেখা যায় ট্রাম্পকে। ট্রাম্পের ফর্মুলাতেই শেষ পর্যন্ত ইজরায়েল প্যালেস্তাইনে হামাসের উপর আক্রমণ থামানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে হামাসও ইজরায়েলি বন্দিদের মুক্তি দিতে রাজি হয়েছিল। 

ট্রাম্পের মধ্যস্থতা কাজে এসেছিল ইরান-ইজরায়েলের সম্পর্ক উন্নতির ক্ষেত্রেও। দুই দেশই বহুবার একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। যুদ্ধবিরতি হলেও ফের হয়েছে সংঘর্ষ। এমন পরিস্থিতিতে, চলতি বছরের এপ্রিলে ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু ট্রাম্পের মধ্যস্থতাতেই শেষ পর্যন্ত যুদ্ধ এড়ানো সম্ভব হয়। অন্যদিকে ট্রাম্প আবার ইতিমধ্যেই হুতি বিদ্রোহীদের উপর এয়ার স্ট্রাইক বন্ধের নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের দাবি, বিদ্রোহীরা বলছে তাঁরা আর যুদ্ধ করতে চায় না। সে কারণেই বিমান হামলা বন্ধের সিদ্ধান্ত।