WHO: গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর পর ভারতীয় সংস্থার তৈরি কাফ সিরাপ নিয়ে সতর্ক করল WHO

WHO: বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, ওই কাফ সিরাপের নমুনা নিয়ে গবেষণাগারে পরীক্ষা করা হয়েছে।

WHO: গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর পর ভারতীয় সংস্থার তৈরি কাফ সিরাপ নিয়ে সতর্ক করল WHO
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 11:17 PM

জেনেভা: বেশ কয়েকটি ওষুধের ক্ষেত্রে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। ভারতে তৈরি ৪ টি কাফ সিরাপ বা কাশির ওষুধের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। সম্প্রতি গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে টুইটে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এই বিষয়ে পরপর বেশ কয়েকটি টুইট করেছে ‘হু’।

টুইটে হু কর্তা টেড্রস আধানম ঘেব্রেসাস ওই ওষুধের ব্যাপারে সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, গাম্বিয়ায় ৬৬ জন শিশুর মৃত্যুর সঙ্গে এই ওষুধের যোগ পাওয়া গিয়েছে। এই ওষুধ শিশুদের কিডনি বা বৃক্কে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। তাই চারটি ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে।

ভারতের হরিয়ানার একটি সংস্থা এই ওষুধ তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-র তরফে এই বিষয়ে তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে। ভারতীয় যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের সঙ্গেও যোগাযোগ করছে হু।

হু-এর তরফে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে, ওই চারটি ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছে গবেষণাগারে। নমুনায় মিলেছে অতিরিক্ত পরিমাণে ডায়থিলিন গ্লাইকোল ও ইথাইলেন গ্লাইকোল।