AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wired tradition: বছরের পাঁচ দিন ভারতের এই গ্রামের মহিলারা নগ্ন থাকেন, কেন জানেন?

Himachal Pradesh: হিমাচল প্রদেশের কুলু জেলায় রয়েছে পিনি গ্রাম। সেই গ্রামেই চলে আসছে এই অদ্ভূত প্রথা। শ্রাবণ মাসে হয় এই প্রথাপালন।

Wired tradition: বছরের পাঁচ দিন ভারতের এই গ্রামের মহিলারা নগ্ন থাকেন, কেন জানেন?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 6:50 PM
Share

কুলু: ভারতের বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক বৈচিত্রে ভরপুর। বিভিন্ন রাজ্যে আচার, রীতির তফাত দেখতে পাওয়া যায়। কোনও কোনও এলাকার কিছু রীতি নীতি দেখে অবাক হতে হয়। ঠিক যেমন অবাক হতে হচ্ছে হিমাচল প্রদেশের একটি গ্রামের রীতি দেখে। হিমাচল প্রদেশের ওই গ্রামের একটি উৎসব হয়। সেই উৎসবের সময় মহিলাদের কাপড় পরা বারণ থাকে। কোনও মহিলা গায়ে কোনও পোশাক রাখেন না। যদিও নগ্ন হয়ে তাঁরা রাস্তায় ঘুরে বেড়ান না। ঘরবন্দি করেই কাটে সেই দিন গুলি। এমনকি পোশাক না পরার পাশাপাশি ওই বিশেষ দিনগুলিতে হাসিতেও মানা থাকে মহিলাদের উপর। নগ্ন অবস্থায় গ্রামের কোনও পুরুষের সামনে আসেন না মহিলারা।

হিমাচল প্রদেশের কুলু জেলায় রয়েছে পিনি গ্রাম। সেই গ্রামেই চলে আসছে এই অদ্ভূত প্রথা। শ্রাবণ মাসে হয় এই প্রথাপালন। ওই মাসের পাঁচ দিন কোনও পোশাক পরতে দেওয়া হয় না মহিলাদের। এমনকি ওই পাঁচ দিন মহিলাদের হাসতেই মানা। তবে নগ্ন অবস্থায় ঘরের ভিতরেই থাকেন মহিলারা। গ্রামের কোনও পুরুষের সামনে আসেন না।

ওই গ্রামে একটি রূপকথা প্রচলিত রয়েছে। লাহু গোন্ড দেবতা ভ্রাদ্র মাসের শুরুতেই এক দৈত্যকে বধ করেছিলেন। ওই দৈত্য মেয়েদের শ্লীলতাহানি করত বলে অভিযোগ। তাঁদের পোশাক ছিঁড়ে দিত। সেই দৈত্যকেই বধ করেছিলেন ওই দেবতা। এই কারণেই ওই মহিলারা উৎসবের পাঁচ দিন পোশাক পরেন না বলে জানা গিয়েছে।

তবে এই প্রথা বর্তমানে কিছুটা হলেও শিথিল হচ্ছে। হিমাচলের ওই গ্রাম খুবই রক্ষণশীল। যদিও নতুন প্রজন্মের মেয়েরা এই প্রথা মেনে চলতে খুব আগ্রহী নন। তাই এখন নতুন প্রজন্মের অনেকে সম্পূর্ণ নগ্ন হয়ে থাকেন না। বদলে পাতলা সুতির পোশাক পরেন তাঁরা।