Crime: ঝগড়া করেছে স্ত্রী, রাগে যমজ মেয়ের গলা কেটে দিলেন স্বামী!
Maharashtra Double Murder: অভিযুক্ত ব্যক্তির নাম রাহুল চাভান। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। মাঝ রাস্তাতেই স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে বচসা বাঁধে। রাগে ওই ব্যক্তির স্ত্রী নিজের বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাহুল তাঁর দুই মেয়েকে নিয়ে ওয়াসিমের উদ্দেশে রওনা দেন।

মুম্বই: স্ত্রীর সঙ্গে বচসা, রাগের মাথায় স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আর স্ত্রী বাড়ি থেকে বাইরে পা রাখতেই স্বামী যা করল, তা কল্পনাতেও আসবে না। সোজা নিজের দুই বছরের যমজ সন্তানকে নিয়ে বেরলেন এবং জঙ্গলে নিয়ে গিয়ে তাদের গলা কেটে দিলেন! দুই সন্তানকে খুনের পর ওই ব্যক্তি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এবং নিজের অপরাধ স্বীকার করে নেন।
ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়াসিম জেলায়। অভিযুক্ত ব্যক্তির নাম রাহুল চাভান। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। মাঝ রাস্তাতেই স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে বচসা বাঁধে। রাগে ওই ব্যক্তির স্ত্রী নিজের বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। রাহুল তাঁর দুই মেয়েকে নিয়ে ওয়াসিমের উদ্দেশে রওনা দেন। তবে মাঝ পথে, বুলধানা জেলায় একটি জঙ্গল ঘেরা এলাকায় নিয়ে যান এবং সেখানে দুই মেয়েরই গলা কেটে দেন।
এরপরে রাহুল ওয়াসিম পুলিশ স্টেশনে হাজির হন এবং খুনের কথা স্বীকার করেন। তাঁর স্বীকারোক্তি শুনেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং দুই শিশুর দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দুই বছরের ওই দুই শিশুকন্যার দেহ আংশিক পোড়া ছিল। মনে করা হচ্ছে, অভিযুক্ত তাঁর দুই সন্তানের দেহ পুড়িয়ে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলেন। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
