AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yogi Adityanath: ‘বাবা সিদ্দিকির মতোই মারব তোকেও’, এবার খুনের হুমকি যোগী আদিত্যনাথকে

Death Threat: এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির মতোই যোগী আদিত্যনাথকেও খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।  মুম্বই পুলিশের কাছে এই হুমকি আসার পরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Yogi Adityanath: 'বাবা সিদ্দিকির মতোই মারব তোকেও', এবার খুনের হুমকি যোগী আদিত্যনাথকে
যোগী আদিত্যনাথ।Image Credit: PTI
| Updated on: Nov 03, 2024 | 10:54 AM
Share

মুম্বই: সলমন খানের পর এবার যোগী আদিত্যনাথকে হুমকি। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকেও খুনের হুমকি দেওয়া হল। এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির মতোই যোগী আদিত্যনাথকেও খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।  মুম্বই পুলিশের কাছে এই হুমকি আসার পরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল সেলে ফোন আসে। উড়ো ফোনে বলা হয়, যদি ১০ দিনের মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা না দেন যোগী আদিত্যনাথ, তবে তাঁর পরিণতিও এনসিপি নেতা বাবা সিদ্দিকির মতো হবে।

সঙ্গে সঙ্গেই হাই অ্যালার্ট জারি করা হয়। মুম্বই পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কে, কোথা থেকে এই হুমকি দিয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, অক্টোবর মাসেই খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি। ছেলের কার্যালয়ের সামনেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় বাবা সিদ্দিকিকে। হত্যার দায়স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। হত্যাকাণ্ডের তদন্তে এখনও পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। বিদেশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকেও।