PM Modi Retirement: সঙ্ঘের নিয়ম মেনে সেপ্টেম্বরেই অবসর নেবেন প্রধানমন্ত্রী মোদী? মোহন ভাগবত বললেন…

Mohan Bhagwat-PM Narendra Modi:  বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মতাদর্শে পরিচালিত। দুই সংগঠনেই অলিখিত নিয়ম রয়েছে যে ৭৫ বছর বয়স হলে, পদ থেকে সরে দাঁড়াতে হবে। যেমনটা লালকৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর জোশীর ক্ষেত্রে হয়েছিল।

PM Modi Retirement: সঙ্ঘের নিয়ম মেনে সেপ্টেম্বরেই অবসর নেবেন প্রধানমন্ত্রী মোদী? মোহন ভাগবত বললেন...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মোহন ভাগবত।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 29, 2025 | 7:16 AM

নয়া দিল্লি: চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ ৭৫ বছরে পা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই কি তিনি প্রধানমন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দেবেন? অবসর নেবেন রাজনীতি থেকে? এই জল্পনা বেশ কয়েক বছর ধরে চলছে। বিরোধীদের মুখেও এই দাবি শোনা গিয়েছে। সত্যিই কি তাই? অবশেষে বয়স বিতর্ক নিয়ে মুখ খুললেন আরএসএস প্রধান মোহন ভাগবত। বললেন, ‘৭৫-এ অবসর নেওয়ার কথা আমি কখনও বলিনি।

বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মতাদর্শে পরিচালিত। দুই সংগঠনেই অলিখিত নিয়ম রয়েছে যে ৭৫ বছর বয়স হলে, পদ থেকে সরে দাঁড়াতে হবে। যেমনটা লালকৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর জোশীর ক্ষেত্রে হয়েছিল। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস প্রধান মোহন ভাগবতও কি এই বছরই অবসর নেবেন?

বৃহস্পতিবার (২৮ অগস্ট) আরএসএসের শতবার্ষিকীর অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, “আমি কখনও বলিনি, ৭৫ বছর বয়স হলে কারও অবসর নেওয়া উচিত। আমি কখনও বলিনি আমি ৭৫ বছর বয়সে অবসর গ্রহণ করব বা অন্য কেউ করবে। সঙ্ঘে আমরা স্বয়ংসেবক। যে কাজ দেবে, আমরা সেই কাজই করব, তা আমরা করতে চাই বা না চাই। ৮০ বছর বয়সেও সুযোগ পেলে সঙ্ঘের কাজ করব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭৫ বছর বয়সে পা দিলে অবসর গ্রহণ করবেন কি না, এই প্রশ্নের উত্তরে বিজেপি বরাবরই না বলে এসেছে। ৮০ বছর বয়সে জিতন রাম মাঝিও যে মন্ত্রী রয়েছেন, তার উদাহরণ দেওয়া হয়েছে। এদিকে, বিরোধীদের যুক্তি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন যে ৭৫-র পর দল কাউকে প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল নির্বাচনী প্রচারে  সেই সূত্র ধরেই বলেছিলেন, “উনি (মোদী) আগামী বছর অবসর গ্রহণ করবেন। উনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন”। যদিও পরে অমিত শাহ তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে সংবিধান বা বিজেপির অন্দরে এমন কোনও নিয়ম নেই।