Presidential Poll: শপথ গ্রহণের পরের দিনই কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার রুখতে সচেষ্ট হব: যশবন্ত সিনহা
Presidential Election: জয়পুরে সাংবাদিক সম্মলনে উপস্থিত হয়ে যশবন্ত জানিয়েছেন, সংবিধান প্রণেতারা দুটি বিষয় নিশ্চিত করেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় হুইপ মানতে হবে এমন কোনও কথা নেই এবং ভোট প্রক্রিয়া গোপন ব্যালটে হবে।
জয়পুর: সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন দেশের সকল সাংসদ-বিধায়করা। দেশের শাসক-বিরোধী দু’পক্ষের তরফেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট রাষ্ট্রপতি নির্বাচনে ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করেছে, অন্যদিকে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলি সম্মলিতভাবে যশবন্ত সিনহাকে প্রার্থী করেছে। শাসক-বিরোধী দুই প্রার্থীই বিভিন্ন রাজ্যে ভোট প্রচার সারছেন। বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা সোমবার জানিয়েছেন, তিনি যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তবে শপথ গ্রহণের পরের দিন থেকেই কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার রোধ করতে সক্রিয় হবেন। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এখন ভোট প্রচারে রাজস্থানের জয়পুরে রয়েছেন। তাঁর দাবি, কেন্দ্রীয় সংস্থা গুলির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। যশবন্তের এই দাবি নিঃসন্দেহে তাৎপর্যপূ্র্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিভিন্ন বিরোধী দলগুলির তরফে একাধিকবার এই অভিযোগ করা হয়েছে। বিরোধীদের দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে হাতিয়ার করে বিরোধী রাজনৈতিক নেতাদের হেনস্থা করা হচ্ছে।
জয়পুরে সাংবাদিক সম্মলনে উপস্থিত হয়ে যশবন্ত জানিয়েছেন, সংবিধান প্রণেতারা দুটি বিষয় নিশ্চিত করেছেন যে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় হুইপ মানতে হবে এমন কোনও কথা নেই এবং ভোট প্রক্রিয়া গোপন ব্যালটে হবে। তিনি বলেন, “অন্য পক্ষে থাকা নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আমার আবেদন পরিস্থিতি বিচার করে যেটা ঠিক সেটাই করুন। অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দেশে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি, বিভিন্ন রাজ্যে নির্বাচিত সরকার ভেঙে দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র ও গোয়া এর সবথেকে বড় উদাহরণ।” যশবন্তের দাবি বিজেপি ও কেন্দ্রীয় সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে। বিভিন্ন পরিস্থিতিতে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ‘মৌনতা’ নিয়ে প্রশ্ন করেছেন সিনহা।
প্রসঙ্গত, সব ঠিক থাকলে ১৮ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় এখন সময়ের অপেক্ষা। রাজনৈতিক মহলের মতে বিরোধী প্রার্থী ভোটে না জিতলেও, সম্মিলিতভাবে যশবন্তকে বেছে নেওয়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হতে পারে। ভারতীয় রাজনীতির ওপর রাষ্ট্রপতি নির্বাচনের কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার।