AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Merger: চিন্তায় লাখ লাখ গ্রাহক, এই ৪ ব্যাঙ্কের অস্তিত্ব থাকবে না আর? কেন্দ্রের কী সিদ্ধান্ত, মিলল উত্তর

PSU Bank Merger: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের মতো ছোট ব্যাঙ্ককে দেশের বড় বড় ব্যাঙ্কে মিলিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করছিল সরকার। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব বরোদার মতো বড় বড় ব্যাঙ্কে এই ছোট ব্যাঙ্কগুলি মিলিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

Bank Merger: চিন্তায় লাখ লাখ গ্রাহক, এই ৪ ব্যাঙ্কের অস্তিত্ব থাকবে না আর? কেন্দ্রের কী সিদ্ধান্ত, মিলল উত্তর
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Dec 03, 2025 | 3:05 PM
Share

নয়া দিল্লি: রাজ্য সরকারের অধীনে আর  থাকবে না কোনও ব্যাঙ্ক? সমস্ত ব্যাঙ্কের একত্রীকরণ (Bank Merger) করা হবে? এই খবর রটে যেতেই চিন্তায় পড়েছিলেন লাখ লাখ গ্রাহক। অবশেষে কেন্দ্রের তরফে জবাব দেওয়া হল। সত্যিই কি ছোট ব্যাঙ্কগুলির মার্জার করা হবে?

সংসদে উঠেছিল এই প্রশ্ন। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী  এই প্রশ্নের জবাবে বলেন যে কেন্দ্রীয় সরকারের আপাতত এমন কোনও পরিকল্পনা নেই। রাজ্যের অধীনস্থ ব্যাঙ্কগুলির মার্জার বা মিলিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই। সোমবার লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রের তরফে বলা হয়, “বর্তমানে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মার্জার বা তা বিলুপ্ত করে দেওয়ার কোনও প্রস্তাবনা পর্যালোচনা করছে না সরকার।”

রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (Indian Overseas Bank), সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Central Bank of India), ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Bank of India), ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের (Bank of Maharashtra) মতো ছোট ব্যাঙ্ককে দেশের বড় বড় ব্যাঙ্কে মিলিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করছিল সরকার। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) ও ব্যাঙ্ক অব বরোদা (Bank of Baroda)-র মতো বড় বড় ব্যাঙ্কে এই ছোট ব্যাঙ্কগুলি মিলিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এবার কেন্দ্র জানাল, এখনই তাদের ব্যাঙ্কগুলি মার্জ বা একত্রীকরণ করার কোনও পরিকল্পনা নেই।

অন্য আরেক প্রশ্নে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট রুলস ২০১৯ অনুযায়ী, পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিতে বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের সীমা ২০ শতাংশ ধার্য করা হয়েছে। প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলিতে সেই সীমা ৭৪ শতাংশ। পাশাপাশি দেশের আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির অবস্থাও তুলনামূলকভাবে ভাল হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।