২,৫৯,৬৭,৩৬,০৯০ টাকার সম্পত্তি! দিল্লির সবথেকে ধনী প্রার্থীকে চিনে নিন…

Delhi Assembly Election 2025: অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর প্রতিবেদন অনুসারে, দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কর্নাইল সিং হলেন সবচেয়ে ধনী প্রার্থী। শাকুর বস্তি বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছিলেন।

২,৫৯,৬৭,৩৬,০৯০ টাকার সম্পত্তি! দিল্লির সবথেকে ধনী প্রার্থীকে চিনে নিন...
বিজেপি প্রার্থী কর্নাইল সিং।Image Credit source: PTI

|

Feb 08, 2025 | 8:05 PM

নয়া দিল্লি: রাজধানীতেও ফুটল পদ্ম। দিল্লিতে গেরুয়া ঝড়। জয়ী বিজেপি। আম আদমি পার্টিকে গো-হারান হারিয়ে ২৭ বছর পর ক্ষমতায় ফিরছে বিজেপি। এই নির্বাচনে হেরে গিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। তাঁকে খোঁচা দেওয়া হচ্ছে ‘শীসমহল’ বিতর্ক নিয়ে। তবে দিল্লির সবথেকে ধনী প্রার্থী কে জানেন?

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর প্রতিবেদন অনুসারে, দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কর্নাইল সিং হলেন সবচেয়ে ধনী প্রার্থী। শাকুর বস্তি বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছিলেন। কর্নাইল সিংয়ে সম্পত্তির পরিমাণ ২৫৯.৬৭ কোটি টাকা। ৬৯৯ জন প্রার্থীর মধ্যে তিনিই সবথেকে ধনী প্রার্থী।

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে, শাকুর বস্তি আসনে আম আদমি পার্টির প্রার্থী সত্যেন্দ্র সিংকে ২০,৯৯৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী কর্নাইল সিং। ৫৬৮৬৯ ভোট পেয়ে শাকুর বস্তি আসনে জয়ী হয়েছেন তিনি।

এই জয়ের মাধ্যমে, কর্নাইল সিং দিল্লির সবচেয়ে ধনী বিধায়ক হয়ে উঠলেন। তিনি ১৯৮৪ সালে হরিয়ানা স্কুল শিক্ষা বোর্ডের সোনিপতের এসডিএম হাই স্কুল থেকে দশম শ্রেণি পাশ করেন। নির্বাচনী হলফনামায় তিনি মোট ২,৫৯,৬৭,৩৬,০৯০ টাকা (২৫৯.৬৭ কোটি টাকা) মূল্যের সম্পত্তি ঘোষণা করেছেন। তার বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই।

প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন এই আসনের বর্তমান বিধায়ক ছিলেন। এবার চতুর্থ মেয়াদের জন্য লড়াই করেছিলেন, কিন্তু তিনি পরাজিত হয়েছেন। কেজরীবাল, মণীশ সিসোদিয়ার হারের পর আম আদমি পার্টির জন্য এটি আরেকটি বড় ধাক্কা।