Pakistani Drone: মার খেয়েও শিক্ষা হয়নি, তলে তলে চলছে পাকিস্তানের শয়তানি! ফের পাক ড্রোন গুলি করে নামাল ভারতীয় সেনা
Pakistan: কিন্তু এসব চলবে না। কোনওভাবেই এসব বরদাস্ত করা হবে না। পাক ডিজিএমও-কে এ ভাষাতেই কড়া বার্তা দিয়েছিলেন ভারতের ডিজিএমও। পাকিস্তানের কোনও ছক বাস্তবের মুখ দেখবে না বলে সাফ জানিয়ে দিলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীও। পাল্টা তোপ দেগেছেন পাক সেনার বিরুদ্ধে।

জম্মু-কাশ্মীর: ড্রোন পাঠিয়ে ভারতীয় সেনার গতিবিধিতে নজরদারির চেষ্টা পাকিস্তানের। এক সপ্তাহের ব্যবধানে ফের জম্মু-কাশ্মীরের আকাশে ড্রোন। এবার রাজৌরির আকাশে। আগেই ভারতীয় সেনাপ্রধানের তরফে রীতিমতো সতর্কবার্তা গিয়েছিল পাকিস্তানের কাছে। তা নিয়ে আন্তর্জাতিক আঙিনাতেও চর্চা শুরু হয়। তারপরেও ড্রোন দেখা গেল ভারতীয় আকাশ সীমায়। শেষ পর্যন্ত ভারতীয় সেনা তরফে গুলি করে নামানো হলো ড্রোনটিকে। যা দেখে অনেকেই বলছেন, মার খেয়েও শিক্ষা হয়নি। তলে তলে চলছেই পাকিস্তানের শয়তানি। তবে শেষ পর্যন্ত নজরদারি চালিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা বিফল।
কিন্তু এসব চলবে না। কোনওভাবেই এসব বরদাস্ত করা হবে না। পাক ডিজিএমও-কে এ ভাষাতেই কড়া বার্তা দিয়েছিলেন ভারতের ডিজিএমও। পাকিস্তানের কোনও ছক বাস্তবের মুখ দেখবে না বলে সাফ জানিয়ে দিলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদীও। পাল্টা তোপ দেগেছেন পাক সেনার বিরুদ্ধে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত কয়েকদিনে ড্রোনের গতিবিধি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “এ ড্রোনগুলি খুবই ছোট। আলো জ্বেলেই মূলত এগুলি আসে। খুব একটা উুঁচুতেও ওঠে না। এমনকী এদের খুবই কম দেখতে পাওয়া যায়। ১০ তারিখ নাগাদ ৬ থেকে ৭টা দেখা গিয়েছিল। ১১ ও ১২ তারিখে ২-৩টে দেখা গিয়েছে। আমাদের মনে হয় এগুলি প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হয় এমন ড্রোন।” কিন্তু কেন এমন করছে পাকিস্তান?
উপেন্দ্র দ্বিবেদী যদিও মনে করছেন ওরা আসলে উপরে এসে দেখার চেষ্টা করছে ওদের বিরুদ্ধে ভারত কোনও পদক্ষেপ করছে কিনা। একইসঙ্গে তিনি বলেন, “ভারতীয় সেনার গতিবিধিতে কোনও ফাঁক, কোনও ঢিলেঢালা ব্যবস্থা রয়েছে কিনা সেটাও ওরা দেখার চেষ্টা করতে পারে। সেটা পেলেই ওরা জঙ্গি পাঠাতে পারবে। তবে আমাদের পদক্ষেপে ওরা ঠিক জবাবই পেয়ে গিয়েছে বলে মনে হয়। তবে আমরা যে ওদের এই ধরনের কোনও কার্যকলাপই মানছি না তা ডিজিএমও স্তরেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।”
