AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেশের অর্থনীতির বৃদ্ধিতে FMCG কী ভূমিকা নেবে? আলোচনা হবে WITTতে

এফএমসিজি সেক্টর ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে কী ভূমিকা নেবে আগামী নিয়ে তা নিয়ে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনে আলোচনা হবে। নো-ব্রোকারের কোফাউন্ডার অখিল গুপ্তা এভং জাইডাস সিইও তরুণ আরোরা। তাঁরাই এই বিষয়টি নিয়ে আলোকপাত করবেন ওই অনুষ্ঠানে।

দেশের অর্থনীতির বৃদ্ধিতে  FMCG কী ভূমিকা নেবে? আলোচনা হবে WITTতে
অখিল গুপ্তা এবংতরুণ আরোরা
| Updated on: Feb 24, 2024 | 10:24 PM
Share

নয়াদিল্লি: স্টার্ট আপ সংস্থার শ্রীবৃদ্ধির জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে ভারত সরকার। এর জন্যই গত কয়েক বছরে ইউনিকর্ন স্টার্ট আপ সংস্থা অনেক বেড়েছে। এমএমসিজি সেক্টরের বৃদ্ধিও লক্ষ্য করা গিয়েছে। ভারতের অর্থনীতির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এই সেক্টর। এখন প্রশ্ন হচ্ছে, আগামী দিনেও এই সেক্টর ভারতের অর্থনীতির শ্রীবৃদ্ধি কী বজায় রাখবে? না কোনও পরিবর্তন ঘটবে? তা নিয়েই আলোচনা চলবে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনে। দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক আয়োজন করেছে আন্তর্জাতিক সম্মেলন। নয়াদিল্লিতে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন এই সম্মেলনে। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি।

এফএমসিজি সেক্টর ভারতের অর্থনৈতিক বৃদ্ধিতে কী ভূমিকা নেবে আগামী নিয়ে তা নিয়ে হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলনে আলোচনা হবে। নো-ব্রোকারের কোফাউন্ডার অখিল গুপ্তা এবং জাইডাস সিইও তরুণ আরোরা। তাঁরাই এই বিষয়টি নিয়ে আলোকপাত করবেন ওই অনুষ্ঠানে।

নোব্রোকার রিয়েল এস্টেট প্ল্যাটফর্মের সূচনা করেন অখিল গুপ্তা। তাঁর সংস্থায় ইতিমধ্যেই বিপুল অঙ্ক লগ্নি করেছে তথ্য প্রযুক্তি সংস্থা গুগল। আইআইটি বম্বে থেকে বিটেক এবং এমটেক পাশ করেছেন অখিল।