VIDEO: নিতম্ব কাঁপিয়ে, পেট নাচিয়ে বেলি ড্যান্স! মেট্রোর ভিতরেই অশ্লীলতার সীমা পার যুবতীর, গা রি রি করে উঠল যাত্রীদের
Viral Video: এবার মেট্রোর ভিতরে এক যুবতীকে বেলি ড্যান্স করতে দেখা গিয়েছে। ভিড় মেট্রোয় কখনও নিতম্ব কাঁপিয়ে, কখনও আবার পেট নাচিয়ে নাচ করতে দেখা যায় ওই যুবতীকে। এমনকী, মাটিতেও বসে অবাক চোখে তাকিয়ে থাকেন যাত্রীরা।

নয়া দিল্লি: অল্প সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য ভরসা মেট্রো রেল। অফিস টাইমেই হোক বা রাতে ফেরার জন্য, অনেকেরই ভরসা মেট্রো রেল। কিন্তু বিগত কিছু সময় ধরেই মেট্রোরেল শিরোনামে রয়েছে অন্য কারণে। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের রিলস বানানোর ঠেলায় প্রাণ ওষ্ঠাগত মেট্রোর সাধারণ যাত্রীদের। কখনও দেখা যাচ্ছে, মেট্রোয় বসে কেউ সবজি কাটছেন, কখনও আবার কেউ নেচে-কুঁদে বেড়াচ্ছেন। আবারও ভাইরাল এমনই এক নাচের ভিডিয়ো। মেট্রোর ভিতরেই এক যুবতীকে অশ্লীল নাচ করতে দেখা গেল। সেই ভিডিয়ো দেখে অগ্নিশর্মা নেটিজেনরা। দাবি তুলেছেন কঠোর শাস্তির।
আবারও শিরোনামে দিল্লি মেট্রো। এবার মেট্রোর ভিতরে এক যুবতীকে বেলি ড্যান্স করতে দেখা গিয়েছে। ভিড় মেট্রোয় কখনও নিতম্ব কাঁপিয়ে, কখনও আবার পেট নাচিয়ে নাচ করতে দেখা যায় ওই যুবতীকে। এমনকী, মাটিতেও বসে অবাক চোখে তাকিয়ে থাকেন যাত্রীরা। কারোর কারোর মুখে তো বিরক্তির ভাব স্পষ্ট। ওই যুবতী তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে নিজেকে ডান্সার হিসাবেই পরিচয় দিয়েছেন।
View this post on Instagram
ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। নেটিজেনরা তুমুল সমালোচনা করেছেন যুবতীর ‘অশ্লীল’ নাচের। গণপরিবহনে এই ধরনের আচরণ যে সঠিক নয়, তা উল্লেখ করে অনেকেই যুবতীর কড়া শাস্তির দাবি করেছেন।
প্রসঙ্গত, এর আগেও দিল্লি মেট্রোয় একাধিকবার এই ধরনের ঘটনা ঘটার পরই কড়া সতর্কবার্তা দেওয়া হয়। যদিও নেটিজেনদের মতে, সেই সতর্কবার্তায় কোনও কাজ হয়নি। মেট্রোর ভিতরে কাউকে এই ধরনের আচরণ করতে দেখলে ১০ হাজার টাকা জরিমানা করা হোক। তবেই এই ঘটনা থামবে বলে দাবি করেছেন।
