কালীপুজোর লাইট লাগাচ্ছিল, দুটো রুটির জন্য পাঁচতলা ছাদ থেকে ফেলে দিল বন্ধু, মৃত্যু শ্রমিকের
Crime: রাম প্রকাশের কাছে এসে দুটো রুটি চায় আসলাম। রাম প্রকাশ জানায়, তাঁর কাছে খাবার নেই। মদ্যপান করা নিয়ে আসলামকে দু-চার কথাও শোনায় রাম প্রকাশ। মদ কেনার টাকায় খাবার কিনতে বলাতেই রাম প্রকাশের সঙ্গে বচসায় জড়ায় আসলাম। তা কিছুক্ষণেই হাতাহাতির রূপ নেয়।
নয়া দিল্লি: মর্মান্তিক! একটা রুটির জন্য বচসার জেরে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হল শ্রমিককে। পাঁচতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ওই কারখানার শ্রমিকের। এক প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।
মৃত শ্রমিকের নাম রাম প্রকাশ। গত ২৯ অক্টোবর রাম প্রকাশ ও দীপক নামক আরেক যুবক আউটার-নর্থ দিল্লির ভাবনা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি বিল্ডিং আলোকসজ্জায় সাজাচ্ছিলেন। তারা যখন ছাদ থেকে লাইট ঝোলাচ্ছিলেন, সেই সময়ে আসলাম নামক আরেক যুবক এসে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শী দীপকের বয়ান অনুযায়ী, মত্ত ছিল আসলাম।
রাম প্রকাশের কাছে এসে দুটো রুটি চায় আসলাম। রাম প্রকাশ জানায়, তাঁর কাছে খাবার নেই। মদ্যপান করা নিয়ে আসলামকে দু-চার কথাও শোনায় রাম প্রকাশ। মদ কেনার টাকায় খাবার কিনতে বলাতেই রাম প্রকাশের সঙ্গে বচসায় জড়ায় আসলাম। তা কিছুক্ষণেই হাতাহাতির রূপ নেয়। বচসার মাঝেই আসলাম রাম প্রকাশকে পাঁচতলার ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।
ইলেকট্রিক ট্রান্সফর্মারের কাছে আছড়ে পড়ে রাম প্রকাশ। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। প্রত্যক্ষদর্শী দীপকের বয়ানের ভিত্তিতেই এফআইআর দায়ের করে পুলিশ। গ্রেফতার করা হয় আসলামকে।