AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Worker Stuck in Trench: ৬০ ফুট গভীর খাদানে আটকে পড়ল শ্রমিক, ৩৬ ঘণ্টা পরও জারি উদ্ধারকাজ

Rescue Operation: এনডিআরএফের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজের জন্য মাটি খোঁড়ার মেশিন আনা হয়েছে। দুর্ঘটনাস্থলে একটি মেডিক্যল টিম ও অ্য়াম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে। ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ওই শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

Worker Stuck in Trench: ৬০ ফুট গভীর খাদানে আটকে পড়ল শ্রমিক, ৩৬ ঘণ্টা পরও জারি উদ্ধারকাজ
চলছে উদ্ধারকাজ।Image Credit: PTI
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 6:30 AM
Share

জলন্ধর: রাস্তা তৈরির কাজ চলছিল। মাটি থেকে ৬০-৭০ ফুট গভীরে নামতেই আটকে পড়েছিল মাটি খননের বোরিং মেশিন (Boring Machine)। সেই মেশিনকে উদ্ধার করতে আবার নামানো হয় দুই শ্রমিককে। আর সেখানেই ঘটল বিপত্তি। খাদানের ভিতরে আটকে পড়লেন এক শ্রমিক (Worker)। ৩৬ ঘণ্টা কেটে গেলেও এখনও উদ্ধার করা যায়নি ওই শ্রমিককে। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের (Punjab) জলন্ধর জেলায়।

রবিবার পঞ্জাবের প্রশাসনিক এক আধিকারিক জানান, দিল্লি-কাটরা এক্সপ্রেসওয়ের কাজ চলছে জলন্ধরে। শনিবার বিকেলে কর্তারপুর-কাপুরথালা রোডের উপরে কাজ চলছিল। সেই সময়ই সুরেশ নামক বছর পঞ্চান্নের এক ব্যক্তি ৬০-৭০ ফুট গভীর খাদানের ভিতরে আটকে পড়েন।

জানা গিয়েছে, হরিয়ানার জিন্দের বাসিন্দা সুরেশ  রাস্তা নির্মাণের কাজ করছিলেন। খাদানে একটি বোরিং মেশিন আটকে যাওয়ায় সুরেশকে সেই মেশিন উদ্ধারে পাঠানো হয়। তাঁর সঙ্গে পবন নামক আরও এক শ্রমিকও যান। কিন্তু পিলার তৈরির জন্য যে গর্ত খোঁড়া হয়েছিল, তাতে ঢুকতেই বিপত্তি ঘটে। উপর থেকে বালি পড়তে শুরু করে। পবন কোনওমতে বেরিয়ে আসলেও, ভিতরে আটকে পড়েন সুরেশ। সঙ্গে সঙ্গেই পুলিশ-প্রশাসনকে খবর দেওয়া হয়। জেলা প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলিতভাবে উদ্ধারকাজ শুরু করেছে।

এনডিআরএফের তরফে জানানো হয়েছে, উদ্ধারকাজের জন্য মাটি খোঁড়ার মেশিন আনা হয়েছে। দুর্ঘটনাস্থলে একটি মেডিক্যল টিম ও অ্য়াম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে। ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ওই শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।