এক পয়েন্টে হার, দুঃখে আত্মহত্যার পথ বেছে নিলেন ‘দঙ্গল গার্লে’র বোন রীতিকা ফোগট

ঈপ্সা চ্যাটার্জী | Edited By: arunava roy

Mar 18, 2021 | 1:03 PM

১২ মার্চের কুস্তি ম্যাচে (Wrestling Match) হেরে যাওয়ার পরই মনমারা ছিলেন রীতিকা। সোমবার রাতে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হরিয়ানা পুলিশ(Haryana Police)।

এক পয়েন্টে হার, দুঃখে আত্মহত্যার পথ বেছে নিলেন দঙ্গল গার্লের বোন রীতিকা ফোগট
রীতিকা ফোগট।

Follow Us

নয়া দিল্লি: মাত্র এক পয়েন্টে হারের আঘাত সহ্য করতে পারলেন না ‘দঙ্গল’ পরিবারের উঠতি তারকা। ১২ থেকে ১৪ মার্চ রাজ্য ভিত্তিক কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন রীতিকা ফোগট(১৭)। মাত্র এক পয়েন্টে হেরে যাওয়ায় ১৫ মার্চ রাতে তিনি বাড়িতেই গলায় দড়ি দেন। বৃহস্পতিবার হরিয়ানা পুলিশ (Haryana Police) গোটা বিষয়টি সামনে আনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গীতা-ববিতা ফোগট, যাদের জীবনের ওপর ভিত্তি করে আমির খানের ব্লকবাস্টার সিনেমা দঙ্গল তৈরি করা হয়েছিল, তাঁদেরই খুড়তুতো বোন রীতিকা। দিদিদের প্রদর্শিত পথেই হাঁটছিল রীতিকা। বিগত পাঁচ বছর ধরে তিনি দ্রোনাচার্য পুরস্কার প্রাপ্ত মহাবীর সিং ফোগটের অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

আরও পড়ুন: ক্যাডবেরির বিরুদ্ধে বিরাট জালিয়াতির অভিযোগ, মামলা সিবিআই-এর

১২ মার্চ থেকে কুস্তির রাজ্যভিত্তিক যে চ্যাম্পিয়নশিপ চলছিল, তাতে অংশ নিয়েছিলেন রীতিকা। ফাইনাল ম্যাচে মাত্র এক পয়েন্টে হেরে যান তিনি। এরপর থেকেই মনমরা ছিলেন তিনি। কিন্তু হারের দুঃখে তিনি যে আত্মহত্যার পথ বেছে নেবেন, এ কথা পরিবারের কেউ কল্পনাও করতে পারেননি বলে জানান। পরিবারের এক সদস্য হরবীন্দ্র ফোগট বলেন, “গোটা ঘটনায় বিস্মিত পরিবার। একটি ম্যাচে হারের পরিণতি যে এই রকম হতে পারে, তা কেউ ভাবতেও পারেননি।”

সোমবার রাতে মহাবীর সিং ফোগটের বাড়ি থেকেই উদ্ধার করা হয় রীতিকার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হলেও গোটা বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ।

আরও পড়ুন: এক দিনে আক্রান্ত ৩৫ হাজার ৮৭১, ডিসেম্বরের পর সর্বোচ্চ

Next Article